ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বোলপুর বিধানসভার বুথ ভিত্তিক কর্মীসভাতেও ফের স্বমেজাজে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বিধানসভা নির্বাচনের একের পর এক প্রার্থী ঘোষণা আগেই করেছেন তিনি। তা নিয়ে বিতর্কও কম কিছু হয়নি। এবার বিধানসভা নির্বাচনে তাঁর দায়িত্বে থাকা আসনগুলিতে বিপুল ভোটে জয়ের আশাপ্রকাশ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। দুর্গাপুজো (Durga Puja 2020) কমিটিগুলিকে রাজ্য সরকারের টাকা দেওয়া নিয়ে বিজেপির সমালোচনারও জবাব দেন তিনি। বলেন, “পাগল ছাগলে কি বলল তাতে কিছু যায় আসে না।”
বোলপুরে বুথভিত্তিক সভাতে শনিবার তিনি বলেন, “বিজেপি (BJP) দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। রেল-সহ সরকারের বিভিন্ন সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে। তাই মানুষ বুঝে গিয়েছে কাদের হাতে দেশের ভার। সামনের বিধানসাভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভোট। আমার দ্বায়িত্বে থাকা বীরভূম,বর্ধমান জেলার ১৪ আসনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।” সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিরোধী দলের নেতার অসুস্থতা সৌজন্য প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, “ভগবান ওর মঙ্গল করুন।”
[আরও পড়ুন: পুজো দেখতে বেরবেন? সাবধান! করোনা সংক্রমণে আজ রাজ্যে রেকর্ড]
শনিবার বোলপুর বিধানসভার বুথভিত্তিক কর্মীসভা ছিল বোলপুর উচ্চবিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরি-সহ অনান্যরা। এদিন অনুব্রত মণ্ডল বলেন, “দলের কোন কর্মী বিজেপি করলে তাদের ফিরিয়ে আনুন। কোনও কর্মী অভিমান করে থাকলে তাঁদের দলে ফিরিয়ে আনুন। প্রয়োজনে তাঁকে দলীয় কার্যালয়ে ডাকুন। আমরা যাবো তাঁর অভিমান ভাঙাতে। কারণ বিজেপি কিছু দিতে পারবে না। বিজেপির নেতৃত্বে ভারতবর্ষে অন্ধকার নেমে এসেছে। দেশের সব শিল্প সম্পদ তারা বিক্রি করে দিচ্ছে। রাজ্যের পাওনা জিএসটির টাকা দিচ্ছে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। মানুষের পাশে থেকে উপকার করে। বোলপুর বিধানসভাতে ৮০-৯০ হাজার ভোটে জিতব। বীরভূমের (Birbhum) ১১টি এবং বর্ধমান জেলার ৩টি আসন তৃণমূল জিতবে।”