গোবিন্দ রায়: যাদবপুর কাণ্ডে ফের কলকাতা হাই কোর্টে মামলা। এবার মামলা দায়ের করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। ওই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী।
তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার হয়ে মামলা লড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের কেন সিসিটিভি নেই? বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে র্যাগিং করে কেন? বিশ্ববিদ্যালয় যা খুশি করার জায়গায় পরিণত হয়েছে, অবাধে মাদকের ব্যবহার – এই সমস্ত অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করেন মামলাকারী। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
[আরও পড়ুন: ‘ছেলে পরোপকারী, সাহায্য করতে গিয়ে গ্রেপ্তার’, দাবি যাদবপুর কাণ্ডে ধৃত আসিফের বাবা-মায়ের]
উল্লেখ্য, গত ৯ আগস্ট মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া। এই ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। চারজন প্রাক্তনী এবং তিনজন বর্তমান পড়ুয়া মিলিয়ে এখনও পর্যন্ত মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। দফায় দফায় আরও অনেকজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আগেও কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
[আরও পড়ুন: পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী প্রার্থী! ধূপগুড়ি উপনির্বাচনে বড় চমক বিজেপির]