shono
Advertisement
Anubrata Mandal

কোর কমিটির সদস্য সংখ্যা নিয়ে প্রকাশ্যে অনুব্রত-কাজল দ্বন্দ্ব, উৎসব মিটলেই বৈঠক

অনুব্রত বলেছিলেন, ১৫ সদস্যের কোর কমিটির কথা।
Published By: Sayani SenPosted: 11:06 AM Nov 02, 2024Updated: 01:13 PM Nov 02, 2024

নন্দন দত্ত, বোলপুর: অনুব্রত বলেছিলেন, ১৫ সদস্যের কোর কমিটির কথা। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বীরভূম জেলায়। আর তার মাঝেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কোর কমিটি ফর্মুলা উড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি কেষ্টকে তোপ দাগলেন জেলাপরিষদের সভাধিপতি কাজল শেখ। শুক্রবার কোর কমিটির সদস্য তথা সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই ছয়জনের কোর কমিটি ঠিক করেছেন। এর পরে কমিটির সংযোজন বা বিয়োজন প্রসঙ্গে কারও কোনও কথা বলা সমীচীন নয়। দলনেত্রী যা ঠিক করবেন সেটাই সকলের মেনে চলা উচিত। এ নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয়। কোর কমিটির একমাত্র সিদ্ধান্ত নেবেন তিনিই। নির্দেশিকা মেনেই সকলের চলা উচিত।’’

Advertisement

যদিও অনুব্রত জানিয়েছেন, ‘‘সবাই একসঙ্গে চললেই আমার মনে হয় ভালো হবে। কোর কমিটি তো নতুন কিছু নয়। আগেও ছিল, আমি দিদিকে বলে কোর কমিটি তৈরি করেছিলাম। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে জানিয়ে কোর কমিটির বাড়ানোর প্রস্তাব জানাব।’’ ফলে কোর কমিটি নিয়ে অনুব্রত-কাজল দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। যদিও তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এটা দলের অভ‌্যন্তরীণ বিষয়। মমতা বন্দ্যোপাধ‌্যায়, অভিষেক বন্দ্যোপাধ‌্যায় দেখছেন। বীরভূমে দল এবার ভালো ফল করেছে। সেখানে যার যা বলার দলের কাছে বলবে। দলীয় নেতৃত্ব নজর রাখছে।’’

উল্লেখ্য, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দুবছরের অনুপস্থিতিতে দল পরিচালনায় আট জনের কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে কোর কমিটিতে দুই সাংসদ বীরভূমের শতাব্দী রায় এবং বোলপুরের অসিত মাল থাকলেও লোকসভা নির্বাচনের আগেই তাঁদের বাদ দিয়ে ছয়জনের কোর কমিটি করা হয়। দলনেত্রীর ঘোষণা করা ছয় সদস্যের কমিটিতে আছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি কাজল শেখ, বিকাশ রায়চৌধুরি, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। অনুব্রত ফিরে এসে কোর কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছে জেলার রাজনৈতিক অন্দরে। প্রশ্ন উঠেছে তা হলে কি অনুব্রত অনুগামী তৃণমূলের শিক্ষাসেলের গগন সরকার, জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার-সহ ঘনিষ্ঠ বিধায়কদের জায়গা করে দিতেই কোর কমিটির বদল চাইছেন অনুব্রত।

আসলে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে কোর কমিটিকে নিয়েই। কেষ্ট ফেরার পরেই বোলপুরের জেলার দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হোর্ডিং। তবে শীঘ্রই কোর কমিটির বৈঠক ডাকা হবে বলেই জানিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি। তিনি জানান, “নানা ব্যস্ততার কারণেই বৈঠক ডাকা যায়নি। সদ্য ব্লকে ব্লকে শেষ হয়েছে বিজয়া সম্মিলনী। কালীপুজোর রেশ কাটলেই বৈঠক হবে কোর কমিটির।’’ তবে অনুব্রতর কোর কমিটির বৃদ্ধির পরিকল্পনা প্রসঙ্গে বিকাশবাবু কোনও উত্তর দেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুব্রত বলেছিলেন, ১৫ সদস্যের কোর কমিটির কথা। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বীরভূম জেলায়।
  • অনুব্রত মণ্ডলের কোর কমিটি ফর্মুলা উড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি কেষ্টকে তোপ দাগলেন জেলা সভাধিপতি কাজল শেখ।
  • যদিও তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এটা দলের অভ্যন্তরীণ বিষয়।"
Advertisement