shono
Advertisement

Breaking News

‘দিদির সব কিছু ঢপ’, দলবদলের জল্পনার মাঝে হুঙ্কার শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার

আগামী দিনে কে হবেন মুখ্যমন্ত্রী, সে বিষয়েও মুখ খোলেন তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা।
Posted: 04:36 PM Dec 12, 2020Updated: 04:39 PM Dec 12, 2020

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিনকয়েক আগেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। ঘাসফুল শিবির ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে তাঁর যোগদানের জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে যা যথেষ্ট চাপে রেখেছে শাসকদল তৃণমূলকে। তারই মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি হুঙ্কার দিয়ে বসলেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা।

Advertisement

মুখ্যমন্ত্রীকে শনিবার একহাত নেন শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক। তিনি বলেন, “দিদির সব কিছু ঢপ। দিদির স্বাস্থ্যসাথী ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।” পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের পদে রয়েছেন কণিষ্ক। তাঁর মুখে এমন মন্তব্যে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তবে কী দলবদলের হাওয়ায় তিনিও গা ভাসাতে চলেছেন? বিধানসভা নির্বাচনের (Assembly Poll) আগে সেই প্রশ্নও যে জোরাল হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: টিকিট পরীক্ষকদের ‘কাকতাড়ুয়া’ হিসেবে ব্যবহার, রেলের বিরুদ্ধে সরব টিটিইরা]

আগামী দিনে কে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে এখনও কিছুই বলা যাচ্ছে না। কারণ এখনও যে ভোটযুদ্ধই বাকি। তবে কণিষ্কা পণ্ডা কিন্তু নিশ্চিত। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। এ প্রসঙ্গে তিনি বলেন, “মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হবে অপেক্ষা করুন। আজ শুভেন্দু ঠিক কথা বলছে। কেউ শুনছে না। যেদিন মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু সেদিন বাংলার শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, বাংলার যুবকদের আশা আকাঙ্খা সব বুঝতে পারবেন।” দিন যত এগোচ্ছে ততই রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এদিকে জোরাল হচ্ছে শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনাও। তারই মাঝে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতার এহেন মন্তব্য নিয়ে রাজনীতির আঙিনায় স্বাভাবিক জোরাল আলোচনা শুরু হয়েছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘কোনও দূরত্ব নেই, বিরোধীদের অপপ্রচার’, ঠাকুরবাড়ি গিয়ে শান্তনুর সঙ্গে বৈঠকে বার্তা কৈলাসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার