shono
Advertisement

Breaking News

আগুনের গ্রাস কাড়তে পারেনি স্বপ্ন, ময়না বিবির দুই মেয়েকে জীবনদান তৃণমূলের

ময়না বিবির পাশে দাঁড়ালেন নয়না বন্দ্যোপাধ্যায়। The post আগুনের গ্রাস কাড়তে পারেনি স্বপ্ন, ময়না বিবির দুই মেয়েকে জীবনদান তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Mar 16, 2018Updated: 12:22 PM Aug 19, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একেবারেই গরিব পরিবার। তবুও সাধ্যমতো দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। রেললাইনের পাশে বাঁধা হয়েছিল বাঁশ। বেনারসি শাড়ি, কিছু গয়নাও কেনা হয়েছিল। কিন্তু চোখের নিমেষে সবকিছুই চলে গেল আগুনের গ্রাসে। হতভাগ্য ময়না বিবির পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর দুই মেয়েকে কানের দুল উপহার দিলেন স্থানীয় সাংসদের স্ত্রী। কনের বেনারসি শাড়ি, বরের পাঞ্জাবী-সহ বিয়ের যাবতীয় সামগ্রীও পরিবারটিকে দিয়েছেন নয়না। এগিয়ে এসেছেন এলাকার তৃণমূলের যুব নেতৃত্ব ও কাউন্সিলর।

Advertisement

[রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন, স্ট্র্যান্ড রোডে ব্যাহত যান চলাচল]

কলকাতার আর্মেনিয়ান ঘাট লাগোয়া ঝুপড়িতে দুই মেয়ে নিয়ে থাকেন ময়না বিবি। কাগজ কুড়িয়ে কোনওমতে সংসার চালান তিনি। রবিবার ময়না বিবির দুই মেয়ে বিয়ে। মেয়েদের বিয়ের জন্য বহুকষ্টে ৭০ হাজার টাকা জোগাড় করেছিলেন তিনি। ওই সামান্য অর্থেই সাধ্যমতো আয়োজন করেছিলেন তিনি। মেয়েদের বেনারসি শাড়ি, গয়না বাদ রাখেননি কিছুই। রেললাইনে ধারে বাঁশ পর্যন্ত বাঁধা হয়ে গিয়েছিল। শুক্রবার ছিল গায়ে হলুদ। কিন্তু, বিধি বাম! গায়ে হলুদের আগের দিনই ঘটল বিপর্যয়। পুড়ে ছারখার হয়ে গেল সবকিছু।

[ঘিঞ্জি এলাকায় আগুন মোকাবিলায় বাইক বাহিনী নামাচ্ছে দমকল]

বৃহস্পতিবার সকালে আচমকাই আগুন লেগে যায় আর্মেনিয়ান ঘাট লাগোয়া এক রাসায়নিক গুদামে। গুদামে প্রচুর পরিমাণে রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুত ছিল। চোখে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গুদাম লাগোয়া ঝুপড়িতে। দমকলের ২০ ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে সবই গ্রাস করে নিয়েছে সর্বনাশা আগুন! মেয়ের বিয়ের আগে এমনই বিপর্যয়ে মাথা আকাশ ভেঙে পড়েছিল ময়না বিবির। তাহলে কি আর মেয়েদের বিয়ে হবে না?  এই আশঙ্কাই দানা বাঁধছিলেন তাঁর মনে। ঘটনার কথা জানতে পারেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল যুব নেতৃত্বের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন সেরে ফেলেন তিনি। শুক্রবার ময়না বিবির বাড়িতে গিয়ে তাঁর দুই মেয়েকে কানের দুল উপহার দেন নয়না। কনের বেনারসি শাড়ি, বরের পাঞ্জাবী-সহ বিয়ে যাবতীয় সামগ্রীও পরিবারটিকে দিয়েছেন তিনি। হতভাগ্য পরিবারটির পাশে দাঁড়িয়েছে আলো ফেরা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনও। হীরের নাকচাবি দিয়েছে তারা। নয়না বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ররিবার ধুমধাম করেই বিয়ে হবে ময়না বিবির দুই মেয়ের। ঝুপড়ি পাশে প্যাণ্ডেলে পাত পেড়ে খাবেন অতিথিরা। বিধায়ক, কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাহায্যে আপ্লুত ময়না বিবি।

[শিয়ালদহের পরিবর্তে এবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন]

The post আগুনের গ্রাস কাড়তে পারেনি স্বপ্ন, ময়না বিবির দুই মেয়েকে জীবনদান তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement