নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের ‘বীর’ সৈনিক আপাতত নিজভূমে নেই। সংগঠনের অবস্থা নিয়েও বিরোধীরা খোঁচা দিতে ছাড়ছেন না। কিন্তু তাতে বীরভূমের (Birbhum)তৃণমূল নেতৃত্ব একচুল মাটিও ছাড়ছেন না। বরং চব্বিশের নির্বাচনের আগে দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডলের কাজকে সামনে রেখে নতুন উদ্যমে শক্তি বাড়াচ্ছে দলীয় নেতৃত্ব। আর রাজনৈতিক প্রচারের সুরও বেঁধে ফেলেছেন নেতারা। শুক্রবার তারাপীঠে তৃণমূলের (TMC) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের স্পষ্ট হুঁশিয়ারি, ”বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া কিছু থাকবে না। দুই কেন্দ্রের সাংসদই হবেন তৃণমূলের। কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে সেই কাজই করতে হবে আমাদের।” যেন অনুব্রত মণ্ডলেরই সুর তাঁর একদা ‘বিরোধী’র গলায়।
একসময়ে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরোধী হিসেবে পরিচিত ছিলেন কাজল শেখ। বহুবার তাঁকে প্রকাশ্যে অনুব্রত বিরোধিতা করতে দেখা গিয়েছে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সিবিআইয়ের (CBI) হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনিও সুর বদলে ফেলেন রাতারাতি। জানান, অনুব্রতর আদর্শেই তিনি রাজনীতি করবেন। এবারের পঞ্চায়েত ভোটে জিতে তিনি জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন। সংগঠনের দায়িত্বও নিয়েছেন অনেকটাই।
[আরও পড়ুন: ‘দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করুক ইডি, হেনস্তা নয়’, বলেছেন ইয়েচুরি]
শুক্রবার তারাপীঠের বেসিক মোড়ের বিজয়ার অনুষ্ঠান থেকে কাজল শেখ বলেন, “আমাদের কাজ আমরা করে যাব। যখনই ডাকবেন আমরা যাব। কিন্তু বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। বীরভূম জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ থাকবে না। বীরভূম জেলার আমরা যে টিম সকলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) দুটি লোকসভা আসনে কম করে ২ লক্ষের বেশি ভোটে জিততে হবে।” তবে কি অনুব্রতহীন বীরভূমে এবার কাজল শেখের নেতৃত্বেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ঘাসফুল শিবির? প্রশ্ন থাকছেই।