shono
Advertisement

প্রাক্তন ক্রিকেটার থেকে জনপ্রিয় অভিনেত্রী, লোকসভায় তৃণমূলের নতুন মুখ হতে পারেন কারা?

লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে একাধিক টিকিট দিয়ে চমক দিতে চলেছে তৃণমূল।
Posted: 06:21 PM Mar 08, 2024Updated: 11:52 AM Mar 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে অভিজ্ঞ পুরনো মুখের পাশাপাশি এবার লোকসভার প্রার্থী তালিকায় বড় চমক দিতে চলেছে তৃণমূল। রাজ্য রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করা একাধিক মহিলা মুখকে এবার দিল্লি পাঠাতে আগ্রহী ঘাসফুল শিবির। শুধু তাই নয়, ২০১৯ লোকসভা নির্বাচনের মতো এবারও বিনোদন জগতের বেশকিছু মুখ প্রথমবার পা রাখতে চলেছেন সংসদীয় রাজনীতিতে। সবমিলিয়ে চমকে ভরা থাকছে ২০২৪ লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) তৃণমূলের প্রার্থী তালিকা বলেই গুঞ্জন।

Advertisement

এক ঝলকে দেখে নেওয়া যাক তৃণমূলের প্রার্থী তালিকার সম্ভাব্য নতুন মুখ

কীর্তি আজাদ: জাতীয় ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির বাইশ গজে দীর্ঘদিন ধরেই রয়েছেন কীর্তি আজাদ। ২০১৪ সালে বিজেপির টিকিটে প্রথমবার লোকসভায় গেলেও, কংগ্রেস হয়ে বর্তমানে তাঁর ঠিকানা তৃণমূল। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর দলের হয়ে গোয়ার দায়িত্ব সামলেছেন কীর্তি। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে এবার দূর্গাপুর আসন থেকে তাঁকে টিকিট দিতে চলেছে তৃণমূল।

কীর্তি আজাদ

[আরও পড়ুন: পুরনো চাল ভাতে বাড়ে! লোকসভা ভোটে কোন কোন বিদায়ী সাংসদে ফের আস্থা রাখতে পারে তৃণমূল?]

রচনা বন্দ্যোপাধ্যায়: জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়ালিটি শো-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবার রাজনীতির ময়দানে। এতদিন নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রাখলেও এবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে আবির্ভাব হতে চলেছে তাঁর। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রচনাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কাঁথি অথবা তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার টিকিট দেওয়া হতে পারে তাঁকে।

রচনা বন্দ্যোপাধ্যায়

[আরও পড়ুন: ‘দুটি পাতা একটি কুঁড়ি’ জলপাইগুড়ির নিয়ন্ত্রক চা শ্রমিকরাই! এবার কার দখলে এই কেন্দ্র?]

বিশ্বজিৎ দাস: ২০১১ সালে তৃণমূলের টিকিতে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বিশ্বজিৎ দাস। এরপর ২০১৬ সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয় পেলেও, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। তবে একুশের নির্বাচনের আগে পদ্ম ছেড়ে ফের তৃণমূলে ফেরেন বিশ্বজিতবাবু। এবং বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ফের বিধানসভায় যান তিনি। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে টিকিট দিতে চলেছে দল।

বিশ্বজিৎ দাস

জুন মালিয়া: জনপ্রিয় অভিনেত্রী থেকে ২০২১ সালে রাজনীতির আঙিনায় প্রবেশ জুন মালিয়ার (June Malia)। তৃণমূলের টিকিটে মেদিনীপুর সদর কেন্দ্র থেকে বিধানসভায় পা রাখেন জুন। শোনা যাচ্ছে, এবার তাঁকে মেদিনীপুর লোকসভা আসন থেকে টিকিট দিতে আগ্রহী তৃণমূল। এই কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার অবশ্য তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। এই অবস্থায় মেদিনীপুর আসন দখলে জুনই ‘অস্ত্র’ ঘাসফুলের।

জুন মালিয়া

অরূপ চক্রবর্তী: বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বিশ্বস্ত এই সৈনিকের উপর এবার আসন্ন লোকসভা নির্বাচনে ভরসা রাখতে চাইছে ঘাসফুল শিবির। যদিও বিতর্কিত মন্তব্যের জন্য মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন অরূপ। কখনও পুলিশকে ‘ঘাড়ধাক্কা’ তো কখনও বিডিওকে ‘তাড়ানো’র হুঁশিয়ারি দিয়ে বিতর্কের শিরোনামে উঠেছেন তিনি। তবে তাঁর সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রয়েছে দলের। তাই সংসদীয় রাজনীতির লড়াই তাঁকে নামাতে চাইছে তৃণমূল।

অরূপ চক্রবর্তী

সায়নী ঘোষ: জনপ্রিয় টলি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে পা রাখেন জাতীয় রাজনীতিতে। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিন কেন্দ্র থেকে লড়াইয়ে নামলেও হারের মুখ দেখতে হয় তাঁকে। যদিও সায়নীকে যুব নেত্রীর দায়িত্ব দেয় দল। দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দলের দেওয়া সাংগঠনিক দায়িত্ব সামলেছেন সায়নী। তারই পুরস্কার স্বরূপ এবার লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে আগ্রহী ঘাসফুল।

সায়নী ঘোষ
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement