বারবার তলবে অভিষেককে হেনস্তা! ইডির বিরুদ্ধে কি এবার পালটা আইনি পথের ভাবনা?

02:06 PM Sep 29, 2023 |
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বারবার দলীয় কর্মসূচির দিন তলব। রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা! নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে বলেই মনে করছে তৃণমূল। শোনা যাচ্ছে, এর পালটা হিসাবে এবার আইনি পদক্ষেপ করার চিন্তা ভাবনা শুরু করেছে শাসক শিবির।

Advertisement

আগামী ৩ অক্টোবর অভিষেক ইডির (ED) তলবে হাজিরা দেবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মৌখিক জবাব ইতিমধ্যেই দিয়েছেন তিনি। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, পারলে তাঁর দিল্লি যাত্রা আটকে দেখাক ইডি। রাজনৈতিক মহলের ধারণা, এবার অভিষেক ইডির বিরুদ্ধে আইনি পদক্ষ করার ভাবনাচিন্তাও করতে পারেন। দলীয় নেতৃত্বও প্রাথমিকভাবে তেমন ইঙ্গিত পেয়েছে বলে খবর।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

শোনা যাচ্ছে, বারবার তলব করে ‘হেনস্তা’র পালটা পদক্ষেপ করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের পর দিল্লির কর্মসূচির দিন ফের অভিষেককে তলব করায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, ইডির উদ্দেশ্য তদন্ত করা নয় বরং অভিষেকের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া। সম্ভবত সেকারণেই ইডির তলব এড়িয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাছাড়া, এর আগে একাধিকবার ইডির তলবে সাড়া দিয়েছেন অভিষেক। এবং তাঁর দাবি অনুযায়ী, সেই সব জিজ্ঞাসাবাদের নিট ফল হয়েছে ‘মাইনাস টু’।

[আরও পড়ুন: ‘পারলে আটকে দেখান’, ইডির তলব এড়িয়ে দিল্লির কর্মসূচিতে যোগদানের ঘোষণা অভিষেকের]

শোনা যাচ্ছে, এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে যে দমিয়ে রাখা যাবে না, জনমানসে তেমন বার্তা দিতে চাইছে দল। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিষেক পালটা কোনও আইনি পদক্ষেপ করতে পারেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুরোটাই ভাবনা-চিন্তার স্তরে রয়েছে।

Advertisement