সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রশ্ন তুললেন, লকেটের রাজনৈতিক উত্থান নিয়ে। পালটা দিতে ছাড়েননি সাংসদ লকেট।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) গ্রেপ্তারের পর নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেছিলেন, “চাকরি নিয়ে কেনাকাটা হয়েছে। এটা কখনই কারও একার পক্ষে সম্ভব নয়। ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তনু বন্দোপাধ্যায়েরা ছোট মাছ। এর পিছনে গভীর জলের বড় বড় মাছ রয়েছে।” চুঁচুড়ার বিধায়ক-সহ একাধিক নেতা-মন্ত্রী গোটা ঘটনায় জড়িত বলে দাবি করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন বিধায়কের পরবর্তীতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে পোস্টারও পড়ে এলাকায়।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের রাতেই হাতে অ্যাডমিট কার্ড, ত্রাতা পঞ্চায়েত সমিতির সভাপতি]
এসবের মাঝেই মঙ্গলবার চুঁচুড়া আদালতের দ্বারস্থ হলেন বিধায়ক অসিত মজুমদার। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। এদিন অসিত মদুমদার প্রশ্ন করলেন, “লকেট চট্টোপাধ্যায় কীভাবে লোকসভা পর্যন্ত গেলেন, আগে সেটা জানান উনি।” মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে মামলা করে আমাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। সকলেই জানেন কে কে দুর্নীতিতে জড়িত। পরবর্তীতে নাম ঠিক প্রকাশ্যে আসবেই।”