shono
Advertisement

Breaking News

Jiban Krishna Saha

'এবার এলাকার উন্নয়নে জোর দিতে হবে', বলছেন ১৩ মাস পর বাড়ি ফেরা জামিনে মুক্ত জীবনকৃষ্ণ

১৩ মাস পর বাড়ি ফিরে রাজকীয় অভ্যর্থনায় আবেগে ভাসলেন জীবনকৃষ্ণ।
Published By: Sayani SenPosted: 06:17 PM May 19, 2024Updated: 06:23 PM May 19, 2024

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিনে জেলমুক্তির পর বাড়ি ফিরলেন জীবনকৃষ্ণ সাহা। যেখান থেকে গ্রেপ্তার হন, প্রায় ১৩ মাস পর সেই বাড়িতেই ফিরলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান অনুগামীরা। এতদিন পর বিধায়ক বাড়ি ফেরায় খুশি পরিবারের লোকজন এবং অনুগামীরা।

Advertisement

স্ত্রী টগরী সাহাকে নিয়ে আপাতত মুর্শিদাবাদের বড়ঞা থানার আন্দি গ্রামের বাড়িতে রয়েছেন জীবনকৃষ্ণ। বাড়ি ফিরে বিধায়ক জানান, "সুপ্রিম কোর্ট আমাকে জামিনে মুক্তি দিয়েছে। আমি আদালতের কাছে কৃতজ্ঞ। এই মামলায় আগামী দিনের রায় যা হবে, আমি মাথা পেতে নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিনের এলাকার উন্নয়ন নিয়েও দরবার করব।" রবিবার থেকে বিধানসভা এলাকার জমে থাকা উন্নয়নের কাজ শেষ করার নতুন করে পরিকল্পনা গ্রহণ করার আশ্বাসও দেন। জীবনকৃষ্ণ সাহা আরও বলেন, "বড়ঞার বাসিন্দাদের পাশে থাকব।"

[আরও পড়ুন: ইজরায়েলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল নয়াদিল্লির বন্ধু]

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এই দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া মিডলম্যানদের সঙ্গে বিধায়কের যোগাযোগ এবং আদানপ্রদানের অভিযোগে এই তল্লাশি। বড়ঞার আন্দি গ্রামে তাঁর বাড়িতে টানা ৭২ ঘণ্টা অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। পরে সন্ধে নাগাদ বাড়ির পিছন দিকের পুকুর ছেঁচে একটি মোবাইল উদ্ধার করেন বিশেষজ্ঞ তদন্তকারীরা। অপরটি তখনও পাওয়া যায়নি। সিবিআইয়ের দাবি, তথ্য লোপাট করতে মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছেন। ১৩ মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টে জামিন পান জীবনকৃষ্ণ। জামিন পাওয়ার পর গত শুক্রবার প্রথমবার বিধানসভায় যান বড়ঞার বিধায়ক। স্পিকারের অনুমতিতে উচ্চশিক্ষা এবং বিধায়ক সমন্বয় কমিটির বৈঠকেও যোগ দেন।

[আরও পড়ুুন: মোদির সভার দিন পুরুলিয়ার SP-কে সরাল কমিশন, বদলি হলেন ভূপতিনগরের ওসিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৩ মাস পর বাড়ি ফিরে রাজকীয় অভ্যর্থনায় আবেগে ভাসলেন জীবনকৃষ্ণ।
  • 'এলাকার উন্নয়নই লক্ষ্য', ১৩ মাস পর বাড়ি ফিরে দাবি জামিনে মুক্ত জীবনকৃষ্ণর।
Advertisement