shono
Advertisement

এলাকায় বাড়ছে হিন্দুত্ববাদী হাওয়া, এবার রাম-লক্ষ্ণণের মূর্তি বসাচ্ছেন এই তৃণমূল বিধায়ক

কুমোরটুলিতে তৈরি হচ্ছে ১১ ফুটের সেই মূর্তি৷ The post এলাকায় বাড়ছে হিন্দুত্ববাদী হাওয়া, এবার রাম-লক্ষ্ণণের মূর্তি বসাচ্ছেন এই তৃণমূল বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 PM Jul 28, 2019Updated: 08:58 PM Jul 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামকথা’র আয়োজন ঘিরে দিন কয়েক আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মদন মিত্র৷ বিতর্কের মাঝে যদিও পরে তা বাতিল করে দেন তিনি৷ কিন্তু ‘রাম’ যেন কিছুতেই শাসকদলের নেতাদের পিছু ছাড়ছে না৷ এবার রামের সঙ্গে নিজের নাম জড়াতে চলেছেন তৃণমূলের আরও এক শীর্ষ নেতা৷ তিনি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল৷ সূত্রের খবর, নিজ বিধানসভা এলাকায় নাকি শীঘ্রই রাম-লক্ষ্মণ-হনুমানের মূর্তি বসাতে চলেছেন তিনি৷ ঘটা করে হবে সেই মূর্তি স্থাপনের অনুষ্ঠানও৷

Advertisement

[ আরও পড়ুন: শাস্তি পায়নি এনআরএস কাণ্ডের দোষীরা, এবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা ]

জানা গিয়েছে, কুমোরটুলির বিখ্যাত এক শিল্পীর হাতেই গড়ে উঠছে ফাইবারের এই রামের মূর্তি৷ ১১ ফুট উচ্চতার একটি হনুমানের এক কাঁধে রয়েছে রাম ও অন্য কাঁধে লক্ষ্মণ। তবে কেন হঠাৎ করে রামভক্ত হয়ে উঠলেন তৃণমূল নেতা পরেশ পাল? এ বিষয়ে পরেশ পালের তরফে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি৷ তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্য তথা শহরে বাড়তে থাকা হিন্দুবাদী মতাদর্শের সঙ্গে পাল্লা দিতেই এই পদক্ষেপ নিচ্ছেন বেলেঘাটার বিধায়ক৷ গত পঞ্চায়েত ভোট এবং সাম্প্রতিক লোকসভা ভোটেই দেখা গিয়েছে রাজ্যজুড়ে বেড়েছে গেরুয়া শিবিরের দাপট৷ যার উপর ভর করে এক ধাক্কায় দুই থেকে বেড়ে আঠারোটা আসনও পেয়েছে বিজেপি৷ এমনকী, কলকাতার বহু বিধানসভা কেন্দ্রে আশ্চর্যজনক ভাবে বেড়েছে পদ্ম শিবিরের ভোট৷ সমীক্ষা বলছে, বিধানসভার নিরিখে শাসকদলকে অনেক আসনে টেক্কা দিয়েছে বিজেপি৷ কোথাও কোথাও তৃণমূলের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছেন দিলীপ-মুকুলরা৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই হিন্দুত্ববাদী হাওয়া রোধের জন্যই তৃণমূল বিধায়কের রামের মূর্তি বসানোর তোড়জোড়৷ 

এমনকী, ঘটনার পিছনে আরও একটি কারণ রয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল৷ তাঁদের মতে, পরেশ পালের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় সম্প্রতি বেশ প্রভাব বিস্তার করতে শুরু করেছে বিজেপি৷ এবং সেখানে একটা বড় অংশের অবাঙালি ভোটারও রয়েছেন৷ সেই সমীকরণকে মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত৷   

[ আরও পড়ুন: ফিতে কাটবেন না অমিত শাহ, পুজো বিতর্কে জল ঢালল সংঘশ্রী ]

প্রসঙ্গত, রাম নবমী নিয়ে শহরে বাড়তে থাকা বিতর্কের সময়ই উল্টোডাঙ্গার মোড়ে হনুমানের মূর্তি বসান স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডে৷ ঘটা করে হনুমান জয়ন্তী পালন করতে শুরু করেন তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়করা৷ এরপর সম্প্রতি ভবানীপুরের বাড়িতে ‘রামকথা’র আয়োজন করার কথা ঘোষণা করেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তবে বিতর্ক এড়াতে পরে অনুষ্ঠান বাতিল করেন তিনি। 

The post এলাকায় বাড়ছে হিন্দুত্ববাদী হাওয়া, এবার রাম-লক্ষ্ণণের মূর্তি বসাচ্ছেন এই তৃণমূল বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement