shono
Advertisement

Abhishek Banerjee: ‘আগামী ২০ দিন রাজনীতি নয়, শুধু ফুটবল’, এমপি কাপ উদ্বোধনে বললেন অভিষেক

শনিবার বিকেল ৫টা নাগাদ এমপি কাপ উদ্বোধন করেন অভিষেক।
Posted: 08:46 PM Dec 10, 2022Updated: 09:14 PM Dec 10, 2022

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: “রাজনীতির ময়দানে রাজনীতির খেলা হবে। সেখানে বিরোধীদের গণতান্ত্রিকভাবে কীভাবে পুঁতে দিতে হয় তা আমার জানা আছে। কিন্তু আগামী কুড়িদিন কোনও রাজনীতি নয়। রাজনীতি হবে ২০২৩ এর ১ তারিখ থেকে। আগামী দিনগুলোতে ডায়মন্ড হারবার লোকসভাজুড়ে হবে শুধুই ফুটবল আর ফুটবল। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে সকলে মিলে ফুটবলের আনন্দ উপভোগ করুন। ডায়মন্ডহারবার এমপি কাপ উপভোগ করুন”, শনিবার ডায়মন্ড হারবার এসডিও ময়দানে চতুর্থ এমপি কাপ ফুটবলের উদ্বোধন করে এমনই মন্তব্য স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

তিনি আরও বলেন, “২০১৭ সালে উদ্যোগ নিয়ে ডায়মন্ড হারবারে প্রথম এমপি কাপ শুরু করি। ৩ বছর চলার পর দু’বছর হয়নি। একবার কোভিডের কারণে ও পরের বছর বিধানসভা ভোটের কারণে এই ফুটবল প্রতিযোগিতা করা যায়নি। কিন্তু লাখো লাখো ফুটবলপ্রেমীর উৎসাহ ও উদ্দীপনাকে স্বীকৃতি দিতে চলতি বছর এমপি কাপের উদ্বোধন করা হয় ডায়মন্ড হারবারে।” এপ্রসঙ্গে সাংসদ ডায়মন্ড হারবারবাসীর কাছে অনুরোধ জানান,  মাঠের শত্রুতা ও প্রতিযোগিতামূলক মনোভাব যেন মাঠেই সীমাবদ্ধ থাকে। ডায়মন্ড হারবারের কৃষ্টি, সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি যেন মাঠের বাইরে অক্ষুণ্ণ থাকে। তাঁর কথায়, “রাজনীতি হবে রাজনীতির ময়দানেই।” 

[আরও পড়ুন: টেট বানচালের আশঙ্কা পর্ষদ সভাপতির, প্রশ্নফাঁসের ‘বিভ্রান্তিকর’ অভিযোগ শুভেন্দুর]

সাংসদের দাবি, ভারতবর্ষজুড়ে ডায়মন্ডহারবার একটি মডেল হিসেবে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “গত বছর ঘোষণা করেছিলাম, আগামী তিন-চার মাসের মধ্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে আত্মপ্রকাশ করবে। প্রথম বছরই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্য এসেছে। প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে কোয়ালিফাই করেছে। এটা অত্যন্ত গর্বের।ফুটবলকে জেতাতেই হবে।” তিনি বলেন, “ডায়মন্ড হারবার এমপি কাপ থেকে অনুপ্রেরণা পেয়ে ভারতবর্ষ ও বাংলাজুড়ে বহু এমপি ও এমএলএ ‘এমপি কাপ ও এমএলএ কাপে’র আয়োজন করছেন। আমি তাঁদের শুভেচ্ছা জানাই। আমাদের ভাল বিষয় সকলেরই গ্রহণ করা উচিত। কিন্তু ফুটবলের মাধ্যমে এলাকার সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে সম্প্রীতি ও ভাতৃত্বের মেলবন্ধন বজায় রাখতে চাইলে সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই।”

শনিবার এমপি কাপের উদ্বোধনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে গোটা মাঠ ঘুরে দেখেন। গ্যালারিতে অপেক্ষমান দর্শকের সঙ্গে হাত মেলান। এরপর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ। বিকাল সাড়ে ৫টা নাগাদ এমপি কাপ ফুটবলের উদ্বোধন করেন তিনি ডায়মন্ড হারবার এসডিও ময়দানে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন মন্ত্রী পার্থ ভৌমিক, দিলীপ মণ্ডল ও অরূপ বিশ্বাস। বিধায়ক অশোক দেব, সাংসদ শান্তনু সেন, বিধায়ক পান্নালাল হালদার-সহ ডায়মন্ড হারবার লোকসভার ৭ টি বিধানসভার বিধায়ক ছাড়াও ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি শামীমা শেখ ও ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। এদিন উদ্বোধনী ম্যাচ হয় বজবজ বনাম ডায়মন্ড হারবারের মধ্যে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন হানি সিং।

[আরও পড়ুন: ‘আমার কাজের ধরন একটু আলাদা’, অকপট হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement