shono
Advertisement
Delhi

ধোঁয়াশায় 'অন্ধ' দিল্লি, তবু শিথিল দূষণ বিধিনিষেধ, কী যুক্তি কেন্দ্রের?

রবিবারও ধোঁয়াশার জেরে শতাধিক বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 12:05 AM Jan 06, 2025Updated: 12:05 AM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ধোঁয়াশার জেরে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে ব্যাহত হচ্ছে বিমান ও রেল পরিষেবা। রবিবারও শতাধিক বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয়েছে। প্রভাব পড়েছে রেল পরিষেবাতে। দূষণের জেরেই যে এই হাল, সেকথা জানা প্রশাসনেরও। তথাপি রবিবার রাজধানীতে দূষণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল কেন্দ্র! এমন কাণ্ডে শঙ্কিত পরিবেশবিদরা। অবশ্য বিধিনিষেধ শিথিল করা নিয়ে যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কী সেই যুক্তি?

Advertisement

মাঝে দিল্লির বাতাসের গুণমান ‘ভয়ানক’ পর্যায় পৌঁছে গিয়েছিল। এরপরই ‘জিআরএপি ৩’ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩) লাগু করে প্রশাসন। এর ফলে অনলাইনে স্কুল, রাজধানীর সড়কে বিএস ৩-এর নিচে থাকা পেট্রল গাড়ি, বিএস ৪-এর নিচে থাকা ডিজেল গাড়ি এবং পণ্যবাহী মাঝারি আকারের যান চলাচলে নিয়ন্ত্রণ, নির্মাণকাজ কিংবা ভাঙার কাজ বন্ধ ছিল।

এদিন বিধিনিষেধ তুলে নেওয়ার সবকিছু ফের চালু হবে। কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি, রাজধানীর বাতাসের গুণগতমান বা একিউআই আগের চেয়ে উন্নত হয়েছে। ‘ভয়ানক’ পর্যায় থেকে নেমে ‘খুব খারাপ’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই কারণেই দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যদিও রবিবার ভোরেও রাজধানীর দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। পরিবেশবিদদের একাংশের আশঙ্কা, বিধিনিষেধ শিথিল হলেই পরিস্থিতি ফের আগের মতো হয়ে যাবে। ফলে দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের এতদিনের যাবতীয় চেষ্টা জলে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝে দিল্লির বাতাসের গুণমান ‘ভয়ানক’ পর্যায় পৌঁছে গিয়েছিল।
  • পরিবেশবিদদের একাংশের আশঙ্কা, বিধিনিষেধ শিথিল হলেই পরিস্থিতি ফের আগের মতো হয়ে যাবে।
Advertisement