সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ সংসদে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চলাকালীন কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেইসঙ্গে মোদি সরকারকে তৃণমূল সাংসদের (TMC MP) কটাক্ষ, “সরকার চায় আমরা কাঁচা আনাজ কামড়ে খাই।”
বিরোধীদের বিশেষত তৃণমূল সাংসদদের লাগাতার চাপে মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে (Parliament) আলোচনা করতে রাজি হয় মোদি সরকার। এদিন লোকসভায় সেই আলোচনা চলাকালীন পেট্রোপণ্য, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (Price Hike) সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তৃণমূল সাংসদ। বলার শুরুতেই তৃণমূল সাংসদ বলেন, অবশেষে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ।” এরপরই রান্নার গ্যাসের লাগাতার দামবৃদ্ধি নিয়ে সরব হন তিনি।
[আরও পড়ুন: পুজোর আগেই এসএসসির ২১ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু]
কাকলির অভিযোগ, গত কয়েক মাসে বেশ কয়েকবার দাম বেড়েছে রান্নার গ্যাসের। ৬০০ টাকার সিলিন্ডার আজ ১১০০ টাকা।” সিলিন্ডারের দাম কমানোর দাবিও জানান তিনি। এই আলোচনার মাঝেই কাঁচা বেগুনে কামড় দিয়ে মোদি সরকারের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।
উল্লেখ্য, এদিনও হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দু’বার মুলতুবি করতে হয়। লোকসভার ৪ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এদিন তাঁদের সাসপেনশন তোলার দাবিতে হইচই বাঁধিয়ে দেয় বিরোধীরা। শেষে বিরোধীদের চাপেই চার কংগ্রেস সাংসদের সাসপেনশন তুলে নিতে বাধ্য হয় সরকার।