shono
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান, আটক তৃণমূল সাংসদরা

সকল সাংসদদের মুখেই ছিল 'মোদি হটাও দেশ বাঁচাও' স্লোগান৷ The post প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান, আটক তৃণমূল সাংসদরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Jan 05, 2017Updated: 02:39 PM Jan 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে রাজধানীতে আন্দোলনের মাত্রা বাড়িয়েছে তৃণমূল৷ গতকাল মোদির বাসভবনের সামনে অভিযান চালাতে চেয়েছিল তৃণমূল৷ সে সময় আটক করা হয় সাংসদদের৷ বৃহস্পতিবারও সে ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল৷ মোদির কার্যালয়ে অভিযান চালাতে গিয়ে ফের আটক হলেন তৃণমূল সাংসদরা৷

Advertisement

Trinamool MPs detained by Delhi Police outside PMO pic.twitter.com/SmWKMGgQOS

— AITC (@AITCofficial) January 5, 2017

এদিন মোদির কার্যালয়ে অভিযান চালান তৃণমূল সাংসদরা৷ তাঁদের দাবি, নোটবন্দির প্রতিবাদেই চলছে এই অভিযান৷ যদিও দফতরে ঢোকার মুখে তাঁদের আটকায় পুলিশ৷ কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই এগোতে থাকেন সাংসদরা৷ তখনই তাঁদের বাধা দিয়ে আটক করা হয়৷ যদিও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করেছেন বলেই অভিযোগ করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ জানান, যদি আটকাতেই হত তাহলে মহিলা পুলিশ আনা উচিত ছিল৷ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা নেমে এসে মারধর করেন বলে দাবি তাঁর৷ একই অভিযোগ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারেরও৷ সাংসদ সুলতান আহমেদ জানান, নোটবন্দি করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাই তাঁদের এই আন্দোলন৷ এদিন সকল সাংসদদের মুখেই ছিল ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান৷

The post প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান, আটক তৃণমূল সাংসদরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement