shono
Advertisement

রামনবমীতে জেলায় জেলায় সংঘের মিছিল, পাল্টা হনুমান পুজো তৃণমূলের

রামনবমী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। The post রামনবমীতে জেলায় জেলায় সংঘের মিছিল, পাল্টা হনুমান পুজো তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 AM Apr 05, 2017Updated: 02:58 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে চলতে থাকা গেরুয়া ঝড়ের ছোঁয়া এসে লাগল এ বঙ্গেও। অভূতপূর্ব সমারোহে এ বছর পালিত হচ্ছে রামনবমী। জেলায় জেলায় তো বটেই, শহর কলকাতাতেও দেখা মিলল রামনবমীর উদযাপনের।

Advertisement

পাঁচতারা হোটেলের বিলাশ ছেড়ে গোশালাকেই বাছলেন এই মন্ত্রী]

সংঘ পরিবার ও রাজ্যে বিজেপির তরফে এবার রামনবমী উদযাপনে জোর দেওয়া হয়েছিল। সেইমতো এদিন সকাল থেকেই সভ্য সমর্থকরা শামিল হয়েছেন মিছিলে। হাতে তরোয়াল নিয়ে, গেরুয়া নিশান উড়িয়েই ভগবান রামের জন্মতিথি উদযাপন করছে সঙ্ঘ সমর্থকরা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। কেন এত ঘটা করে রামনবমী পালনের হিড়িক। এ প্রশ্নের মুখে রীতিমতো রুষ্ট হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তাঁর প্রশ্ন ছিল, যখন ইদ বা মহরম পালিত হয়, তখন তো বিভাজনের কথা ওঠে না। শুধু রামনবমী পালনের ক্ষেত্রেই বা এ প্রসঙ্গ উঠছে কেন। তাঁর দাবি, যদি এই উদযাপনকে বিভাজন বলা হয় তো হোক বিভাজন। তাও রামনবমী পালন হবেই। প্রতিশ্রুতিমতোই রাজ্যের বিভিন্ন জেলা ও শহরের রাজপথে এদিন চোখে পড়ে গেরুয়া মিছিল। স্কুলপড়ুয়াদের হাতেও ছিল তরোয়াল। এ নিয়েও প্রশ্ন উঠেছিল। উত্তরে দিলীপবাবু জানান, স্বয়ং রামের হাতে তীর-ধনুক থাকতো। তাছাড়া রামের পুজোই বা কী করে সম্ভব! কলকাতায় ভবানীপুর গড়িয়াতেও যেমন দেখা গেল সভ্য সমর্থকদের মিছিল, তেমনই সিউড়িতে অস্ত্র হাতে স্কুলছাত্রীরা শামিল হলেন রামনবমী উদযাপনে।

এদিকে রামনবমীর পাল্টা হিসেবে আজ বজরংবলী তথা হনুমান মন্দিরে পুজো করবে তৃণমূল। রামের হাওয়া ঠেকাতে আপাতত ভক্ত হনুমানেই আস্থা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলার ব্লকে ব্লকে থাকা প্রায় শতাধিক হনুমান মন্দিরে আজ পুজো হবে। উপস্থিত থাকবেন দলীয় সমর্থকরা।

[ নির্বাচনী প্রতিশ্রুতি রেখে কৃষকদের ঋণ মকুব করলেন যোগী ]

এদিন রামনবমী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

The post রামনবমীতে জেলায় জেলায় সংঘের মিছিল, পাল্টা হনুমান পুজো তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার