নন্দিতা রায়, নয়াদিল্লি: ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি। পাওনা আদায়ের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদরা। আগামী ১৬ জুন দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। তৃণমূল সূত্রে খবর, ১০ জন সাংসদ প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। ফলে একশো দিনের শ্রমিকদের পেটে টান পড়ছে। সম্প্রতি এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, বঞ্চনা নিয়ে দু’দিন প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে রাজ্য তৃণমূল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দলের সাংসদরা এ নিয়ে দিল্লিতেও সরব হবেন। কেন্দ্রের দ্বারস্থ হবেন তৃণমূল নেতারা। সেই নির্দেশ মেনেই সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তৃণমূলের সংসদীয় দল। ১৬ জুন দুপুরে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৮-১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন। বকেয়া টাকা মেটানোর দাবিও জানাবেন তাঁরা।
[আরও পড়ুন: শিশু পাচারে প্রথম তিনে দুই বিজেপি শাসিত রাজ্য, দিল্লির পরিসংখ্যানও উদ্বেগজনক]
প্রসঙ্গত, প্রসঙ্গত, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলা। তারপরও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা সময়মতো না পাওয়ায় মুখ্যমন্ত্রী নিজে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। আবেদন জানিয়েছিলেন, যত দ্রুত টাকা মিটিয়ে দেওয়া যায়, তত ভাল। তবে তাতেও সুরাহা না হওয়ায় প্রতিবাদে পথে নামে রাজ্যের শাসকদল।
এদিকে টাকার সমস্যা মেটাতে কয়েকটি দপ্তরের বরাদ্দ অর্থের একাংশ নিয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’ তৈরির নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ত, সেচ, কৃষি, পশুপালন এবং পঞ্চায়েত দপ্তরগুলির নন-টেকনিক্যাল কাজগুলি করা হবে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে। আর এই দপ্তরগুলির শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে ১০০ দিনের কাজের কর্মীদের।