shono
Advertisement

‘দলে ছিলাম, আছি, থাকব’, তৃণমূল ত্যাগের জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা সব্যসাচীর

মুকুলকে একহাত নিলেন বিধাননগরের মেয়র৷ The post ‘দলে ছিলাম, আছি, থাকব’, তৃণমূল ত্যাগের জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা সব্যসাচীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Mar 10, 2019Updated: 07:00 PM Mar 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দলে ছিলাম, আছি, থাকব’৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বাইরে এসে এমনই জানালেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ বললেন, ‘আমার বাড়িতে কেউ আসতে চাইলে, আমি কি তাঁকে তাড়িয়ে দেব? শুক্রবার রাতে ফোন করে মুকুল রায় আমার সঙ্গে যোগাযোগ করেন৷ আমার বাড়িতে আসার কথা বলেন৷ আমি বলি আসো৷ দু’জনের মধ্যে কেবলমাত্র ক্রিকেট, ভারত-পাক সম্পর্ক, কেশপুর, নন্দীগ্রাম, নানুর ইত্যাদি বিষয়ে কথা হয়৷ লুচি-আলুরদম যেহেতু কারও বাড়িতে তৈরি থাকে না, তা সেটা তৈরি করতে যতটা সময় লেগেছিল, ততটা সময়ই উনি ছিলেন৷ সেটা খেয়েই আমার বাড়ি থেকে বেরিয়ে যান মুকুল রায়৷ কেউ বলতে পারবে না আমি কোনও প্রেসকে ডেকেছি৷’

Advertisement

[ভোটে কারচুপি রুখতে নয়া দাওয়াই, স্ক্রু বদলের চেষ্টা হলেই বন্ধ হবে EVM ]

এদিনের বৈঠক শেষে বিজেপি এবং মুকুল রায়কে আক্রমণ করেন মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ তিনি বলেন, ‘‘বিনা নিমন্ত্রণে সব্যসাচীর বাড়িতে যান মুকুল রায়৷ তাঁর এমন অভিসন্ধি রয়েছে তা সব্যসাচীর জানা ছিল না৷ তৃণমূলের একটাই শত্রু তা হল বিজেপি৷ ওরা তৃণমূলে সন্দেহের বাতাবরণ তৈরির চেষ্টা করছে৷ কিন্তু তা সফল হবে না৷’’ বিধাননগরের মেয়র পদে রবিবারই কি শেষদিন সব্যসাচী দত্তের? এই প্রশ্নের উত্তরের খুঁজতেই এদিন দুপুর তিনটে থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শুরু হয় তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক৷ সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিত বসু এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ বৈঠকে উপস্থিত ছিল বিধাননগর পুরনিগমের সমস্ত কাউন্সিলররা৷ সূত্রের খবর, উক্ত বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বের কাছে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করার জন্য ক্ষমা চেয়ে নেন সব্যসাচী দত্ত৷ স্পষ্ট ভাষায় জানান, তাঁর দলত্যাগের যে সম্ভাবনা সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে, তা ভ্রান্ত৷ এর আগে, রবিবার সকালে সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন৷ সূত্রের খবর, দু’জনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়৷ বিধাননগরের মেয়রকে দলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার প্রস্তাবটি তিনিই প্রথম দিয়েছিলেন৷

[পুলিশের পোশাকে যজ্ঞ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

প্রসঙ্গত, শুক্রবার রাতে সব্যসাচী দত্তের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ এরপর থেকেই সব্যসাচীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়ায়৷ এমনকী, শনিবার তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কোর কমিটির বৈঠকেও গরহাজির ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ যদিও তাঁর যুক্তি ছিল, শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে হাজির থাকেননি তিনি৷ মুকুল রায় যখন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন, তখন তাঁর অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন সব্যসাচী৷ পরিচিত মহলে মুকুল রায়কে নিজের রাজনৈতিক গুরু বলেও পরিচয় দিতেন বিধাননগরের মেয়র৷ এমনকী, তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে যোগদান করলেও গুরু-শিষ্যের সম্পর্কে ফাঁটল ধরেনি বলে একাধিকবার জানিয়েছেন মুকুল রায়৷

The post ‘দলে ছিলাম, আছি, থাকব’, তৃণমূল ত্যাগের জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা সব্যসাচীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement