shono
Advertisement

দলের নামে চাঁদা তুললে ৭৫ শতাংশ দিতে হবে, নেতাদের সাফ নির্দেশ মমতার

অহেতুক খরচ বন্ধ করার বার্তা নেত্রীর The post দলের নামে চাঁদা তুললে ৭৫ শতাংশ দিতে হবে, নেতাদের সাফ নির্দেশ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Jun 21, 2018Updated: 05:44 PM Jun 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দলের নামে চাঁদা উঠলে দলকেই দিতে হবে৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী লোকসভা নির্বাচনের প্রচুর খবরের কথা মনে করি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের বিদেশ থেকে কোটি কোটি টাকা আসে না৷ আমাদের এত কালো টাকাও নেই৷ মানুষের টাকায় আমাদের দল চালাতেই হয়৷ তাই, দলের নামে চাঁদা উঠলে অন্তত ৭৫ শতাংশ দলে জমা দিন৷ ২৫ শতাংশ খরচ করুন৷’’

Advertisement

[পাপ করলে নিজের উপর বাজ পড়বে, কোর কমিটির বৈঠকে জোর হুঁশিয়ারি মমতার]

লোকসভা নির্বাচনে আগে দলের ফান্ড সংগ্রহের উপর গুরুত্ব বাড়িয়ে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘‘চাঁদা সংগ্রহের নামে কারোর উপর জোর করবেন না৷ যে যেমন পারে, তেমন দেবে৷’’ নির্বাচনের খরচ তুলতে চাঁদা সংগ্রহের উপর গুরুত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে অহেতুক খরচ বন্ধ করারও নির্দেশ দেন তিনি৷ পুরসভার চেয়ারম্যানদের এদিন তিনি নির্দেশ দেন, ‘‘ফালতু কাজে খরচ করবেন না৷ মানুষের উপকারে লাগে এমন কাজে খরচ করুন৷ পুর-পরিষেবা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, তার উপর নজর দিন৷’’

খরচে লাগাম টানার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে রণকৌশল-সহ আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা করেন তিনি৷ পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন তিনি৷ একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের দিল্লি দখলের অভিযান জারি থাকবে বলেও এদিন সাফ জানিয়েদেন৷

[ধোঁয়ায় ঢেকেছে বিমানের অন্দর, তুচ্ছ ঘটনা বলে দায় এড়াল এয়ার এশিয়া]

তৃণমূল সূত্রে খবর, ২০১৯ এর নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ৪২টিই দখল করাটাই লক্ষ্য হয়েছে দাঁড়িয়েছে তৃণমূলের৷ ফেডরাল ফ্রন্ট গঠন করে তৃণমূল ৪২টির আসন দখলের লক্ষ্যমাত্রা পূরণ হলে দিল্লি দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ কারণ, বিজেপির হাওয়া ও কংগ্রেসের উত্থানে সেই সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ৷

The post দলের নামে চাঁদা তুললে ৭৫ শতাংশ দিতে হবে, নেতাদের সাফ নির্দেশ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement