ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ব্রিগেডে ‘জনগর্জন সভা’র আগে বিজেপি বিরোধী ‘গর্জনে’র ভিডিও প্রকাশ করল তৃণমূল (TMC)। মাত্র ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে ক্ষমতাসীন বিজেপিকে ব্রিটিশ অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা করেছে ঘাসফুল শিবির। সোশাল মিডিয়ায় (Social Media) প্রকাশিত সেই অ্যানিমেশন ভিডিওয়র প্রতি দৃশ্যে বিজেপির একাধিক নেতিবাচক কার্যকলাপ তুলে ধরা হয়েছে। পাশাপাশি তৃণমূলের বার্তা, রবিবারের ‘জনগর্জন সভা’ থেকে তারই বিরুদ্ধে গর্জন করবে বাংলার আমজনতা। উল্লেখ্য এই সভা থেকেই তৃণমূল আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের (2024 Lok Sabha Polls) প্রচার শুরু করবে। দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও ভিনরাজ্য থেকে দলের নেতারাও আসবেন ব্রিগেডের মঞ্চে। সবমিলিয়ে তৃণমূলের ব্রিগেডের (Brigade)মেগা সমাবেশের দিকে নজর সব মহলের।
বিজেপি (BJP) বিরোধিতায় বার বার ‘জমিদারি’ মানসিকতার অভিযোগকে হাতিয়ার করেছে তৃণমূল। তাদের সাম্প্রতিক ভিডিওয় তাদের বার্তা, ”স্বাধীন ভারতবাসীর পায়ে ফের একবার পরাধীনতার শিকল পরাতে চাইছে জমিদার @BJP4India/! এই অত্যাচারীদের চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। আগামিকাল ব্রিগেডের #JonogorjonSabha -এ সেই প্রতিজ্ঞাই নেবে সারা বাংলা!” এই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছে ঘাসফুল শিবির। ৩৩ সেকেন্ডের অ্যানিমেটেড ভিডিওয় (Video)বিজেপিকে আধুনিক যুগের জমিদার বলে উল্লেখ করে দেখানো হয়েছে, বিজেপি নারী নির্যাতনকারী, কৃষকবিরোধী।
[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]
আসলে জনগর্জন সভার প্রচারে ইতিমধ্যেই নানা ভিডিও প্রকাশ করেছে ঘাসফুল শিবিরের সোশাল মিডিয়া সেল। শুক্রবারই ব্রিগেড মঞ্চসজ্জার প্রস্তুতি নিয়ে একটি ভিডিও সামনে এসেছে। সেখানে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার টাইটেল ট্র্যাক ব্যবহার করা হয়েছে। সেই ভিডিও নিঃসন্দেহে সোশাল মিডিয়া কাঁপিয়েছে। আর শনিবার, ব্রিগেডের ঠিক আগের দিন বিজেপি বিরোধী সুর চড়াতেই ঘাসফুল শিবির প্রকাশ করল নতুন ভিডিও। বাংলার জনতার কাছে ‘জনগর্জন সভা’র মূল উদ্দেশ্য তুলে ধরা হল।