shono
Advertisement

রাজ্যপালের বই কার টাকায়? তদন্তের দাবি জানিয়ে রাজভবনে চিঠি তৃণমূলের

রাজভবন পাবলিকেশন নামে রাজ্যপালের বইটি প্রকাশ করা হয়েছে।
Posted: 05:36 PM Jun 27, 2023Updated: 05:36 PM Jun 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবন থেকে নিজের বই প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস। প্রশ্ন উঠেছে, কার টাকায় এই বইটি প্রকাশ করা হল? শুধু তাই নয়, ব‌্যক্তিগত পুস্তকের উপরে কেন অশোক স্তম্ভ চিহ্ন ব‌্যবহার করা হয়েছে? এনিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Advertisement

মঙ্গলবার রাজভবনে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেখানে রাজ্যপালের বিশেষ সচিব দেবাশিস ঘোষের হাতে একটি চিঠি তুলে দেন কুণাল ঘোষ। তা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিন তিনি প্রশ্ন তোলেন, “রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা ব্যক্তিগত বই ‘রাজভবন পাবলিকেশন’ হয় কী করে? কার টাকায় ছাপা? কেন অশোক স্তম্ভের ব্যবহার?” তাঁর আরও প্রশ্ন, “রাজ্যপালের পদকে আমরা সম্মান করি। কিন্তু কেন পদের অপব্যবহারের অভিযোগ উঠবে না তাঁর বিরুদ্ধে?” তদন্ত প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ভারতে ১০ হাজার কোটির লগ্নি লুলু গ্রুপের, বিপুল কর্মসংস্থানের সুযোগ]

‘সাইলেন্স সাউন্ডস গুড’ শীর্ষক বইটি রাজ‌্যপাল বোস ২০১৭ সালে প্রথম প্রকাশ করেন। তারই চতুর্থ সংস্করণ কলকাতার রাজভবন থেকে দিনকয়েক আগে প্রকাশিত হয়েছে। রাজভবন পাবলিকেশন নামে প্রকাশকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। রাজ‌্যপালের লেখা এই বইটির পেপারব‌্যাক এডিশনের দাম ২ হাজার ৩৬৯ টাকা। মোটা এই বইটির মলাটের উপরে রয়েছে অশোক স্তম্ভের এমব্লেম। এমনই তথ‌্য তুলে ধরে বইটির প্রকাশনা ঘিরে নানা প্রশ্ন তুলে সোমবার রাজ‌্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “রাজ‌্যপালের পদকে আমরা সম্মান করি। তাঁর নিজের লেখা বই প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে রাজ‌্যপালের। কিন্তু বর্তমান রাজ‌্যপালের লেখা বইয়ের মলাটের উপরে অশোক স্তম্ভ বসানো রয়েছে। ব‌্যক্তিগত বইয়ে এভাবে অশোক স্তম্ভ ব‌্যবহার করা যায় না। তাহলে তিনি তাঁর পদের অপব‌্যবহার করলেন কেন?”

বইটির বাণিজ্যিক প্রকাশনা নিয়েও এদিন একগুচ্ছ আইনি প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র। বলেছেন, “রাজভবন পাবলিকেশন নামক সংস্থা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। এর আগে এমন কোনও সংস্থার নাম আমরা শুনিনি। এই পাবলিকেশনের ট্রেড লাইসেন্স আছে কি? কারণ বইটির দাম তেইশশো টাকা। এই টাকা কোন অ‌্যাকাউন্টে জমা পড়ছে? এভাবে অশোক স্তম্ভ লাগিয়ে এত দামে ব‌্যক্তিগত বই বিক্রি করা যা কি না, তা নিয়ে তদন্ত হওয়া দরকার।” বিশেষ করে বইটি মুদ্রণের নেপথ্যের তথ‌্য প্রকাশ্যে আনার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তিনি।

[আরও পড়ুন: ঠাকুরবাড়িতে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? শুভেন্দু-শান্তনুকে তোপ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement