ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আসন্ন লোকসভার প্রস্তুতি নিতে জোরকদমে ঝাঁপিয়ে পড়ল রাজ্যের শাসকদল। তৈরি হল নির্বাচনী কমিটি। প্রচারের প্রাথমিক কর্মসূচিও ঠিক করা হয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে তৃণমূলের উন্নয়নমূলক কাজ নিয়ে দোরে দোরে প্রচারে জোর দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই, প্রচার – সব কাজ দেখভালের ভার এই ১২ সদস্যের কমিটির উপরেই ছেড়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[ভিনধর্মের যুবকের সঙ্গে প্রেম, ধর্মান্তকরণের চোখরাঙানি এড়িয়ে বিয়ে দৃষ্টিহীন তরুণীর]
নির্বাচনী কমিটিতে থাকছেন তৃণমূলের শীর্ষ স্তরের প্রায় সব নেতাই। কমিটিতে আছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ ১২ জন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম দেখভাল করবে এই ১২ সদস্যের কমিটি। দলের সব সাংসদকে নিজেদের বায়োডেটা জমা দিতে হবে এই কমিটির কাছে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও একটি করে কপি জমা দিতে হবে। প্রার্থী বাছাই থেকে প্রচার, সবের দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচনী কমিটিকে। কমিটির কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত এখনই না জানালেও, জেলায় জেলায় কর্মিসভা, উন্নয়নের কাজই প্রচারের মূল হাতিয়ার হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন।
[বিজেপির ‘বৈশাখী’ তাস! শোভন ঘনিষ্ঠকে প্রার্থী করতে চেয়ে ফোন মুকুল রায়ের]
পাশাপাশি, বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখতে ১২ সদস্যের কমিটি। বিশেষত যে সব এলাকায় গত নির্বাচনগুলিতে বিজেপির উত্থান হয়েছে, সেসব জায়গায় লড়াইয়ের ক্ষেত্রে আলাদা কৌশল তৈরি হতে পারে। এদিনের সাংবাদিক বৈঠকে দলের মহাসচিব অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা চলছে। দাঙ্গায় উসকানি দিতে চাইছে কোনও এক রাজনৈতিক দলের কর্মী, সমর্থকরা। সাধারণ মানুষকে সঙ্গে সেসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে। নির্বাচনী আবহে এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় থাকছে কি না, তাও এই কমিটির নজরদারির মধ্যে। এদিন বিজেপির বাইক ব়্যালি ঘিরে জেলায় জেলায় অশান্তি নিয়েও সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এভাবে নিজেরাই অশান্তি বাঁধাতে চাইছে বিজেপি। পুলিশ প্রশাসন শক্ত হাতে এর মোকাবিলা করবে। লোকসভা নির্বাচন একেবারেই আসন্ন। রাজ্যের ৪২টি আসন নিজেদের দখলে আনতে একেবারে পূর্ণশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে শাসকদল। ১২ সদস্যের কমিটি তৈরির মাধ্যমে প্রাথমিক ধাপ শুরু হল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
The post নির্বাচনের দায়িত্বে ১২ সদস্যের কমিটি, লোকসভায় পূর্ণশক্তিতে ঝাঁপাচ্ছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.