shono
Advertisement

Breaking News

‘অধীর চৌধুরী ব্লু-আইড, ভাসিয়ে রাখতে চাইছেন’, সাসপেনশন নিয়ে খোঁচা কুণালের

'অধীরবাবু'কে সহানুভূতি দেখানো নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের।
Posted: 05:57 PM Aug 11, 2023Updated: 09:22 PM Aug 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশনে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) সাসপেন্ড করা আসলে তাঁকে ভাসিয়ে রাখতে চাওয়া। বিজেপির (BJP) বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ”INDIA-কে ভয় পাচ্ছেন মোদি, বাংলাকে ভয় পাচ্ছেন। এর মধ্যে অধীররঞ্জন চৌধুরী ওঁর ব্লু-আইড বয়। তাঁকে ভাসিয়ে রাখতে চাইছেন। কখনও অপমান করছেন। শূন্য পাওয়া দলের সভাপতিকে প্রচারে রাখার চেষ্টা করছেন। এটা মোদির কৌশল, বিজেপির কৌশল।”

Advertisement

বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি ‘অধীরবাবু’ সম্বোধন করে একাধিক মন্তব্য করেন। কংগ্রেসকে কটাক্ষ করলেও অধীর চৌধুরীর প্রতি তাৎপর্যপূর্ণভাবে নরম মনোভাব দেখান তিনি। প্রধানমন্ত্রীর দাবি, কলকাতার ফোন পেয়ে অধীর চৌধুরীকে কোণঠাসা করছে কংগ্রেস। অর্থাৎ তাঁর নিশানায় তৃণমূল এবং INDIA জোটে কংগ্রেস-তৃণমূলের সখ্য। মোদির মতে, বঙ্গে তৃণমূলের তীব্র বিরোধিতা করা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদের ক্ষেত্রে সমীকরণ ভিন্ন। আর তাই ‘অধীরবাবু’র সঙ্গে এমন আচরণ কংগ্রেসের।

[আরও পড়ুন: পোস্টিং দুর্নীতি মামলায় ৩৫০ শিক্ষককে জিজ্ঞাসাবাদ, সিবিআইকে অনুমতি হাই কোর্টের]

এবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ”নকল কুস্তি চলছে। যে মারছে, সেও জানে যে লাগবে না, যে মার খাচ্ছে, সেও জানে। আসলে তৃণমূল বিরোধীদের মূল শক্তি। সেখানে অধীরকে ভাসিয়ে রাখতে চাইছেন। INDIA জোট কোনও ব্যক্তিকে নিয়ে চলে না। জোট সকলকে নিয়ে চলে। আর কংগ্রেস এখানে সিপিএম, বিজেপিকে নিয়ে চলে। অবস্থান বদলানো উচিত। এভাবে দিল্লিতে একরকম অবস্থান, এখানে আলাদা – সেটা হওয়া উচিত না। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই বোঝাবে।” ওয়াকিবহাল মহলের মত, সংসদে মোদির ওই বক্তব্য আসলে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বিভাজনে উসকানি। আর তার জবাবে বিজেপি-কংগ্রেস সখ্য নিয়ে খোঁচা দিল তৃণমূল। 

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে ট্রেনে উদ্ধার ব্যাগভরতি আগ্নেয়াস্ত্র! পাচারের ছক বানচাল রেল পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার