shono
Advertisement

‘শাহেনশাহরা এত টাকা পাচ্ছে কোথায়?’, বৈদিক ভিলেজ ‘বিজেপির বৃন্দাবন’, কটাক্ষ মমতার

'দিল্লির লড়াই আমার শেষ লড়াই', বললেন তৃণমূলনেত্রী।
Posted: 02:54 PM Aug 29, 2022Updated: 03:55 PM Aug 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটি-কোটি টাকা খরচে বৈদিক ভিলেজে প্রশিক্ষণ শিবির করছে বিজেপি (BJP)। সেই শিবিরকে ‘বিজেপির বৃন্দাবন’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তাঁর খোঁচা, ‘ওটা ক্রন্দন শিবির নাকি মন্থন শিবির?’ প্রশ্ন তুলেছেন বিজেপির অর্থের জোগান নিয়েও। তবে শুধু প্রশিক্ষণ শিবির নয়, অন্যান্য একাধিক ইস্যুতেও গেরুয়া শিবিরকে বিঁধলেন মমতা।

Advertisement

রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভায় আয়োজন করেছিল ছাত্র সংগঠন। সেই সভামঞ্চ থেকেই ইডি-সিবিআই থেকে মহারাষ্ট্রের সরকার বদল, চিন্তন শিবির থেকে চব্বিশের লোকসভা নির্বাচন, প্রায় সমস্ত ইস্যুতেই বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তহবিল নিয়ে তাঁর প্রশ্ন, ‘শাহেনশাহরা এত টাকা পাচ্ছে কোথা থেকে?’

[আরও পড়ুন: জিতল ভারত, জাতীয় পতাকা হাতে নিতে ‘নারাজ’ জয় শাহ! ‘বৃহত্তম ভন্ডামী’, টুইট অভিষেকের]

কিছুদিন আগে মহারাষ্ট্রের সরকার বদল হয়েছে। অভিযোগ, বিজেপি অর্থের জোরে মহারাষ্ট্রের বিরোধী সরকার ফেলেছে। এদিন সেই অভিযোগে সরব হলেন মমতাও (Mamata Banerjee)। বললেন, “মহারাষ্ট্রের সরকার ফেলেছে। ঝাড়খণ্ডের সরকার ফেলার চেষ্টা করছিল। আমরা ধরে ফেলেছি। শাহেনশারা এত টাকা পেল কোথায়?” বাংলায় একের পর এক মন্ত্রী-নেতাকে গ্রেপ্তার করানোর পিছনে চক্রান্ত দেখছেন তৃণমূল নেত্রী। এরাজ্যের সরকার ফেলার জন্য মোদি সরকার ইডি সিবিআইকে ব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা। তাঁর কথায়, বিহার চলে গিয়েছে। আরও কয়েকটা রাজ্য বিজেপির হাতছাড়া হবে। নির্বাচন হোক, দেখতে পাবেন। ২৪-এর লোকসভা ভোটে বিজেপি শূন্য হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির লড়াই আমার শেষ লড়াই। আমার মাথা নোওয়ানো যাবে না।”

[আরও পড়ুন: তেরঙ্গা বিতর্কে জয় শাহ: ‘কুলাঙ্গার ছেলেকে ত্যাজ্যপুত্র করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement