shono
Advertisement
PM Modi

প্রথম প্রধানমন্ত্রী হিসাবে RSS সদর দপ্তরে মোদি! তুঙ্গে জল্পনা, সম্ভাবনার অঙ্ক কষছে বিজেপি

সংঘের সঙ্গে নাড়ির টান থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসাবে একবারও আরএসএস সদর দপ্তরে পা রাখেননি মোদি।
Published By: Subhajit MandalPosted: 04:39 PM Mar 18, 2025Updated: 06:34 PM Mar 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর ৩ বার নিষিদ্ধ সংগঠনের তকমা জুটেছে। তথাকথিত উদারপন্থীদের কাছে এখনও অচ্ছুত আরএসএস! বস্তুত স্বাধীনতার পর কোনও প্রধানমন্ত্রী আরএসএস সদর দপ্তরে পা রাখেননি। এবার সেই কাজটাই করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরএসএস সূত্রের খবর, আগামী ৩০ মার্চ নাগপুরে আরএসএস সদর দপ্তরে যাবেন মোদি।

Advertisement

বস্তুত, আরএসএসের সঙ্গে প্রধানমন্ত্রীর নাড়ির টান। দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রান্তে প্রচারক হিসাবে কাজ করেছেন। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর একবারও সংঘের সদর দপ্তরে যাননি তিনি। একা মোদি কেন, এর আগে কোনও প্রধানমন্ত্রীই আরএসএস সদর দপ্তরে পা রাখেননি। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আরএসএস সদরের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। যা-ই হোক এবার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএস সদর দপ্তরে পা রাখবেন মোদি। সব ঠিক থাকলে আগামী ৩০ মার্চ নাগপুরে যেতে পারেন মোদি। এমনটাই জল্পনা।

এ বছর শতবর্ষ উদযাপন করছে সংঘ। সেই উপলক্ষে বছরভর নানা পরিকল্পনা নেওয়া হয়েছে আরএসএসের তরফে। শোনা যাচ্ছে, নাগপুরে সংঘের তৈরি চক্ষু চিকিৎসালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ওই উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবতও। ২০১৪ সালের পর এই নিয়ে তৃতীয়বার প্রকাশ্যে একমঞ্চে দেখা যাবে গেরুয়া শিবিরের দুই 'মহীরুহ'কে। সেদিনই সংঘের সদর দপ্তরে যেতে পারেন মোদি।

আরএসএস দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে একান্ত সাক্ষাৎও হতে পারে মোদির। সেই সাক্ষাৎ ঘিরে আবার রাজনৈতিক সম্ভাবনার অঙ্ক বিজেপির অন্দরে। বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে এখনও জল্পনা চলছে। শোনা যাচ্ছে, বিজেপির অন্দরে সার্বিকভাবেই সংগঠনে বড়সড় রদবদল হতে পারে। সেটা নিয়েও সংঘপ্রধানের সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বাধীনতার পর ৩ বার নিষিদ্ধ সংগঠনের তকমা জুটেছে।
  • উদারপন্থীদের কাছে এখনও অচ্ছুত আরএসএস!
  • স্বাধীনতার পর কোনও প্রধানমন্ত্রী আরএসএস সদর দপ্তরে পা রাখেননি।
Advertisement