নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে খুব শীঘ্রই সরকার পক্ষের তরফে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতাদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের তরফে তৃণমূলকে দু’টি স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হবে বলেই ঠিক হয়েছে। বাণিজ্য এবং রাসায়নিক ও সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে সরকার। তবে, তৃণমূলের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্রের খবর, দু-একদিনের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সচিবালয়ের পক্ষ থেকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবিষয়ে আলোচনার জন্য যোগাযোগ করা হতে পারে। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, সংখ্যা বলে সংসদের স্থায়ী কমিটিগুলিতে ব্রাত্য রাখা হচ্ছে বিরোধীদের। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হতে চলেছে। তৃণমূল পাবে গোটা দুয়েক স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ।
এদিকে, সংসদে দু’দিনব্যাপী দশম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিওয়ন কনফারেন্সের শেষদিন, মঙ্গলবার সমাপ্তি ভাষণে লোকসভার অধ্যক্ষ দেশের বিধানসভাগুলিতে হাঙ্গামা ও কটুকথার পরিস্থিতিকে চিন্তার বিষয় বলে মন্তব্য করেছেন। সম্মেলনে হাজির থাকা দেশের সমস্ত রাজ্য বিধানসভার অধ্যক্ষদের উদ্দেশ্য সদনে সরকারের নীতি ও কার্যক্রমের উপর শালীন আলোচনা হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি। দু’দিনব্যাপী সম্মেলনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও।