নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে আগামী ২১ জুলাই সর্বদল বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। রীতি মেনে সব দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই বৈঠকে। কিন্তু তৃণমূলের তরফে ওই বৈঠকে কোনও সাংসদ হাজির থাকতে পারবেন না। নিজেদের অপারগতার কথা জানিয়ে রিজিজুকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)।
চব্বিশের লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল। ৪২ আসনের মধ্যে ২৯ টিই এসেছে তৃণমূলের দখলে। কোথাও কোথাও রেকর্ড ভোটে জয় এবং বহু গেরুয়া গড় উদ্ধার ঘাসফুলের। এহেন ফলাফলের পর স্বভাবতই সাফল্য উদযাপনে বড়সড় আয়োজন হওয়াই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সুপ্রিমো সমস্ত উদযাপন তুলে রেখেছিলেন দলের ঐতিহাসিক দিন ২১ জুলাইয়ের জন্য।
[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]
লোকসভার জয় উদযাপন যেহেতু একুশে জুলাই মঞ্চ থেকেই হওয়ার কথা, তাই দলের সাংসদদের একুশের মঞ্চে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের সব সাংসদই ওই দিন একুশের মঞ্চে থাকবেন বলে সূত্রের খবর। সেকারণেই ওইদিনের সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারবে না তৃণমূল। ডেরেক এদিন চিঠিতে রিজিজুকে (Kiren Rijiju) জানিয়েছেন, "বাংলায় প্রায় ৩০ বছর ধরে ২১ জুলাই শহিদ দিবস পালিত হয়। ওইদিন আমি সহ দলের সব সাংসদ রাজ্যেই থাকবেন। তাই তৃণমূলের কোনও প্রতিনিধির পক্ষেই ওই সর্বদল বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়।"
[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]
উল্লেখ্য, আগামী ২৩ জুলাই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২২ জুলাই শুরু অধিবেশন। তার আগে ওই সর্বদল বৈঠকে বিরোধীদের সহযোগিতা চাইতে পারেন রিজিজু। কিন্তু সেই বৈঠকে থাকতে পারবেন না তৃণমূলের প্রতিনিধিরা।