shono
Advertisement

পদক্ষেপ করতে হবে রাজ্যপালকে, আজ থেকেই রাজভবনের সামনে লাগাতার ধরনায় তৃণমূল

রাজ্যের বকেয়া আদায়ে রাজ্যপাল পদক্ষেপ না করা পর্যন্ত ধরনা চলবে, খবর তৃণমূল সূত্রে।
Posted: 08:56 AM Oct 05, 2023Updated: 08:56 AM Oct 05, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আদায়ের দাবিতে বৃহস্পতিবার থেকে রাজভবনের (Raj Bhavan) সামনে লাগাতার ধরনা কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ধরনা শুরু হচ্ছে রাজভবনের উত্তর গেটে। যতদিন না কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল নিজে বঞ্চিতদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাবস্থা না নিচ্ছেন ততদিন এই ধরনা চলবে।

Advertisement

ওই ধরনা কর্মসূচিতে থাকতে হবে দলের সব সাংসদ ও বিধায়ককে। বুধবার রাতে তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব ‘রাজভবন চলো’ কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত নেতাদের এই নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ পাওয়ার পরেই রেড ক্রস রোডে শক্তপোক্ত মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে। আজ রবীন্দ্র সদনে জমায়েতের পর রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রাজভবনের পাশ দিয়ে টেলিফোন ভবনের সামনে।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের শৌচাগার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

উল্লেখ্য, ১০০ দিনের পাওনার দাবিতে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতার রবীন্দ্র সদনের (Rabindra Sadan) সামনে বিকেল তিনটেয় জমায়েত হবে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মীরা আসবেন। সেখান থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন লক্ষাধিক তৃণমূল কর্মী। প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন। দিল্লিতে নিয়ে যাওয়া কেন্দ্রকে লেখা ৫০ লাখ চিঠি রাজভবনে জমা দেওয়া হবে।

[আরও পড়ুন: ঘর শত্রু বিভীষণ! বিজেপির রাজ্য নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক অনুপম]

এদিকে তৃণমূলের রাজভবন অভিযানের দিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) চলে গিয়েছেন উত্তরবঙ্গে। তবে তৃণমূল (TMC) সূত্রের খবর, যদি রাজ্যপাল নাও থাকেন, তাতেও অভিযান হবেই। দরকারে রাজ্যপালের প্রতিনিধির হাতে চিঠি তুলে দেবেন অভিষেকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement