অর্ণব দাস, বারাকপুর: শ্লীলতাহানির মতো স্পর্শকাতর অভিযোগ। কাঠগড়ায় বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। ফেসবুক লাইভে তরুণী সাংবাদিকের অভিযোগ শুনেই দল ব্যবস্থা নিয়েছে। তড়িঘড়ি সাসপন্ড করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। তদন্তপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেনশনে থাকবেন বলে দল সিদ্ধান্ত নিয়েছে। আর এহেন ইস্যুতে প্রতিবাদের সুর চড়াচ্ছে শাসকদল তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতাদের একের পর এক সোশাল মিডিয়া পোস্টে বিদ্ধ তন্ময় ভট্টাচার্য। এবার আরও একধাপ এগিয়ে এই ইস্যুতে পথে নামছে শাসক শিবির। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বরানগরের তারকা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) নেতৃত্বে গোপাল লাল ঠাকুর রোডের প্রধান দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হবে। এদিকে, শ্লীলতাহানি ইস্যুতে সিপিএম নেতাকে সোমবার একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল বরানগর থানার পুলিশ। বুধবার ফের তাকে তলব করা হয়েছে।
দমদম উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলে ফেসবুক লাইভে অভিযোগ তুলেছিলেন তরুণী সাংবাদিক। তার ভিত্তিতে বরানগর থানায় অভিযোগ দায়ের হয়। যদিও তন্ময়বাবুর দাবি, এহেন অভিযোগ পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। তা প্রমাণ হবে। ততদিন পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেবেন। এনিয়ে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান, “যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার, এখনও চাইছি। তাঁরা এবারও মানববন্ধন করবেন তো? তাঁরা এবারেও রাত দখল করবেন তো? তাঁরা এবারও বিচার চাইবেন তো? আমরা সরব মণিপুরেও ছিলাম, আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, এখনও আছি।''
এবার তাঁর নেতৃত্বেই বরানগরে প্রতিবাদ মিছিলে নামছে তৃণমূল। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের প্রধান কার্যালয়ে জমায়েত হবেন দলের কর্মী, সমর্থকরা। তার পর সেখান থেকে হবে মিছিল। শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে তন্ময়বাবুকে সোমবার টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আবার বুধবার তলব করা হয়েছে। তিনিও তদন্তে সহযোগিতার স্বার্থে থানায় হাজিরা দিতে রাজি। তবে অভিযোগ একেবারেই সাজানো বলে বার বার দাবি করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা। এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি, অভিযুক্তর পালটা শাস্তি চাই।