সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) হিংসার প্রতিবাদে পথে তৃণমূল মহিলা কংগ্রেস। বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে শহরে মিছিলের আয়োজন করা হয়েছিল। গড়িয়াহাট থেকে শুরু হয়ে মিছিল চলে গোলপার্ক পর্যন্ত। মাথায় তেরঙ্গা উত্তরীয় বেঁধে মিছিলে হাঁটেন তৃণমূল কর্মীরা।
মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিলে হেঁটেছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। মিছিল শেষে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা তৃণমূলের কর্মীরা। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতেই হবে। তিনি জানান, একমাস ধরে মণিপুর ইস্যুতে বিভিন্ন কর্মসূচি চলবে।
[আরও পড়ুন: কংগ্রেসের অনুষ্ঠানে ১০ সেকেন্ডের জন্য বন্ধ বিজয়নের মাইক! ‘ষড়যন্ত্রের’ অভিযোগে তদন্তে পুলিশ]
ঘটনাচক্রে এদিনই মণিপুর ইস্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে যুব তৃণমূল। আগামী ২৭ এবং ২৮ জুলাই রাজ্যের প্রতি জেলায় ব্লক ধরে ধরে জেলা যুব তৃণমূলের তরফে পথে নামবেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়া ৩০ জুলাই কলকাতায় মূল কর্মসূচি। ওইদিন একটি প্রতিবাদ মিছিল বেরোবে কলকাতায়। নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)।
[আরও পড়ুন: অসমে লাভ জেহাদের নিশানায় বাঙালি তরুণীরা! গোলাঘাট হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি]
এদিকে তৃণমূলের কর্মসূচির পালটা পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চাও (BJP Mahila Morcha)। রাজ্যজুড়ে একের পর এক হিংসা-সহ নারীদের উপর অত্যাচার, ধর্ষণ ও খুনের অভিযোগে বিজেপি মহিলা মোর্চার ডাকে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতি ফাল্গুনী পাত্র-সহ রাজ্যের বিজেপির মহিলা বিধায়করা।