shono
Advertisement

Breaking News

ভোটের আগের রাতে ফের ঝরল রক্ত, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত্যু শাসকদলের কর্মীর

এদিকে, শুক্রবার রাতে দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। রণক্ষেত্রের চেহারা নিল হাসনাবাদ।
Posted: 11:38 PM Jul 07, 2023Updated: 12:15 AM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগের রাতেও অশান্ত বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হল শাসকদলের কর্মী বাবর আলির। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে দিনহাটায় ফের চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি কংগ্রেস কর্মী।

Advertisement

পঞ্চায়েতে নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ। শুক্রবার সকালেই রানিনগরে (Raninagar) কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শাসকদল। এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু অশান্তি যেন আটকানো যাচ্ছে না। এবার ভোটের আগের দিন রাতে রক্তাক্ত হল মুর্শিদাবাদের আরেক এলাকা। 

জানা গিয়েছে, বেলডাঙা থানার কাপাস ডাঙা এলাকার তৃণমূল কর্মী বাবর আলিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এদিন সন্ধ্যায় কাপাস ডাঙা গ্রামের ষষ্ঠীতলা এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বাবর আলি। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। বাবরকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়েন বাবর। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বেলডাঙা ব্লক হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। তৃণমূলের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাবরকে খুন করেছে। যদিও কংগ্রেসের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গোটা এলাকায় এনিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

[আরও পড়ুন: ভোটের দিন গতিবিধি নিয়ন্ত্রণ, পুলিশের নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টে ধাক্কা শুভেন্দুর]

ভোটের কয়েক ঘণ্টা আগে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ইসলামপুরের লোচনপুর এলাকাও। বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮ জন জখম হন। সংঘর্ষের পরেও এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।

এদিকে, ভোটের আগের রাতে ফের অশান্তি ছড়াল দিনহাটায়। চলল গুলি। অভিযোগ, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে হামলা করা হয় কংগ্রেস কর্মীর উপর। তাঁর পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করছে শাসকদল।

এদিন রাতে আবার রণক্ষেত্রের চেহারা নেয় হাসনাবাদ। এলাকার বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যাতে জখম হয়েছেন ৪ জন। প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করে শাসকদল দাবি করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই উত্তেজনা। 

[আরও পড়ুন: যাত্রীর ছদ্মবেশে বাসে হানা কলকাতা পুলিশের, হাতেনাতে গ্রেপ্তার কুখ্যাত ল্যাপটপ চোর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার