shono
Advertisement

চাপে অমিত শাহ! মানহানির মামলা দায়ের অভিষেকের

বিজেপির সর্বভারতীয় সভাপতিকে হাজিরার নির্দেশ আদালতের৷ The post চাপে অমিত শাহ! মানহানির মামলা দায়ের অভিষেকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Aug 29, 2018Updated: 03:54 PM Aug 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বুধবার, ব্যক্তিগত আইনজীবী সঞ্জয় বসুর সঙ্গে ব্যাংকশাল আদালতে যান তৃণমূল সাংসদ৷ তাঁর সঙ্গে সাক্ষী হিসাবে যান যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম্য বক্সি ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস৷ সকলের উপস্থিতিতেই মামলা দায়ের হয় ব্যাংকশাল আদালতে৷ ২৮ সেপ্টেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতিকে হাজিরার নির্দেশ আদালতের৷

Advertisement

[আতঙ্ক ছড়াতেই পাঠানো হচ্ছে মোমো গেমের মেসেজ, সতর্ক করল সিআইডি]

চলতি মাসের ১১ আগস্ট কলকাতার মেয়ো রোডে জনসভা করেন রাজ্য বিজেপির যুব মোর্চা৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ অভিযোগ, সেই প্রকাশ্য সভা থেকেই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্দেশ্যে মানহানিকর মন্তব্য করেন অমিত শাহ৷ নাম না করে বলেন, রাজ্যের উন্নয়নের জন্য ৫৯ হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র৷ সেই টাকা যাচ্ছে ‘ভাতিজা’র পকেটে৷ রাজ্যে সিন্ডিকেট চালাচ্ছেন তিনি৷ ‘দুর্নীতিগ্রস্ত” বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে শোনা যায় তাঁকে৷ যার বিরুদ্ধে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সরব হতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ কোনও মিথ্যা বদনাম সহ্য করা হবে না বলে জানান তিনি৷

[সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ, ছাত্র সমাবেশ থেকে তোপ মুখ্যমন্ত্রীর]

অমিত শাহের বক্তব্যের পর গত ১৩ আগস্ট তাঁর নামে আইনি নোটিস পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী৷ রাজ্য বিজেপি দপ্তরে পাঠান হয় সেই নোটিস৷ সেখানে উল্লেখ করা হয়, ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে শাহকে৷ এই প্রসঙ্গে অমিত শাহের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷ তিনি জানান, রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শাহের কোনও ধারণা নেই। তাই তিনি বাংলাকে অপমান করছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নোটিসের পর কেটে গিয়েছে দু’সপ্তাহ৷ কিন্তু এখনও ক্ষমা চাননি বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ ফলে বুধবার তাঁর বিরুদ্ধে ব্যাংকশাল আদালতে দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি৷ ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত৷

The post চাপে অমিত শাহ! মানহানির মামলা দায়ের অভিষেকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement