shono
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

'দিদি নম্বর ১' থেকে শাড়ির ব্যবসা, কত কোটির সম্পত্তি? হলফনামা দিলেন রচনা

সোমবারই সম্পত্তির খতিয়ান দিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী।
Posted: 11:19 AM Apr 30, 2024Updated: 02:44 PM Apr 30, 2024

সুমন করাতি, হুগলি: ‘দিদি নম্বর ১’-এর ফ্লোর থেকে সোজা রাজনীতির ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী তিনি। সোমবার জমা দিলেন হলফনামা। আর তাতেই জানিয়েছেন নিজের আয়। দিয়েছেন সম্পত্তির খতিয়ান।

Advertisement

কেরিয়ারের শুরু বাংলায় হলেও রচনা অনেকটা সময় পশ্চিমবঙ্গের বাইরে কাটিয়েছেন। ‘সূর্যবংশম’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তামিল, তেলুগু, কন্নড়ের পাশাপাশি চুটিয়ে ওড়িয়া সিনেমায় কাজ করেছেন। তার পর শুরু হয় 'দিদি নম্বর ১'-এর সফর। এর পাশাপাশি শাড়ির ব্যবসাও করেন তারকা। তথ্য বলছে,
রচনা বন্দ্যোপাধ্যায় ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৮০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে অভিনেত্রীর আয় ১ কোটি ৪৪ লাখ ২০ হাজার ২১০
২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ২ কোটি ৩১ লাখ ০৪ হাজার ৬৫০
এবং ২০১৮-১৯ অর্থবর্ষে রচনার আয় ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ১৪০ টাকা

হলফনামা দিতে যাচ্ছেন রচনা। ছবি: সুমন করাতি।

ওড়িয়া সিনেমার সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে (যিনি এই লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন) মন দিয়েছিলেন রচনা। ২০০৪ সালে বিয়ে নাকি হয়েছিল দুজনের। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। এর পর প্রবাল বসুকে বিয়ে করেন। দুজনে আলাদা থাকলেও ছেলে রৌণকের কারণেই বিচ্ছেদের পথে হাঁটেননি। রচনার স্বামীর আয় যথাক্রমে
২০২২-২৩ অর্থবর্ষে ২ লাখ ৩৯ হাজার ২৪০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে ৬৩ হাজার ৮১০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে ৪ লাখ ২০ হাজার ৫১০ টাকা
২০১৯-২০ অর্থবর্ষে ৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা

স্বামী ও ছেলের সঙ্গে রচনা। ছবি: ফেসবুক।

[আরও পড়ুন: অনিবার্ণের সঙ্গে ডিভোর্স? মুখ খুললেন অভিনেতার স্ত্রী মধুরিমা]

হলফনামায় তিনি জানিয়েছেন ২৯ এপ্রিলের নিরিখে তাঁর হাতে রয়েছে দেড় লাখ টাকা এবং তাঁর স্বামীর হাতে ক্যাশ রয়েছে ৫০ হাজার। হলফনামা মোতাবেক রচনার সোনা এবং রুপো রয়েছে ৯৫৫ গ্রাম, যার মূল্য ৪৭ লাখ ৯২ হাজার ০৪৪ (প্রায়)। অন্যদিকে, তাঁর স্বামীর কাছে সোনা এবং রুপো রয়েছে প্রায় ৪ লাখ ৪১ হাজার ৫৫০ টাকার। অভিনেত্রীর অস্থাবর সম্পদের মূল্য ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা এবং তাঁর স্বামীর অস্থাবর সম্পদের মূল্য ৬৭ লাখ ২২ হাজার ৫২২.৫৬ টাকা।

হুগলির তৃণমূল প্রার্থী রচনা। ছবি: সুমন করাতি।

হলফনামা মোতাবেক রচনা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পদ রয়েছে ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকার এবং তাঁর স্বামীর স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার। রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ন্যাশনাল গার্লস হাই স্কুল কলকাতা থেকে। হলফনামা অনুযায়ী ২০১৯ সালে অভিনেত্রী একটি গাড়ি কেনেন যার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

[আরও পড়ুন: নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে কাজ করতে রাজি হন ঋষি কাপুর, কোথায় শুটিংয়ের ইচ্ছে ছিল? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবারই সম্পত্তির খতিয়ান দিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
  • ২০২২-২৩ অর্থবর্ষে ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা আয় করেছেন তারকা।
Advertisement