shono
Advertisement

‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর

বাহিনীর বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর৷ The post ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Apr 29, 2019Updated: 04:45 PM Apr 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’’ দুবরাজপুরে গুলি চালানোর ঘটনায় এভাবেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়৷ তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী৷ বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তাঁরা৷ বাহিনীর বিরুদ্ধে কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: নজরবন্দির বিরোধিতায় হাই কোর্টে অনুব্রত, স্বমেজাজে ভোট দিতে হাজির বুথে]

অভিযোগ, দুপুর বাড়তেই দুবরাজপুরের কানদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথ দখলের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী৷ দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়৷ বিক্ষোভ দেখাতে থাকে দুষ্কৃতীরা৷ অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতেই বুথের ভিতরেই শূন্যে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এরপর বুথের পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে৷ আতঙ্কে পালাতে গিয়ে আহত হন এক মহিলা৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ যদিও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পাথর ছোঁড়ার পালটা অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে দাবি তাঁদের৷ 

[আরও পড়ুন: বেলা গড়াতেই উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ]

কেন্দ্রীয় বাহিনীর এই গুলি চালানোর বিষয়টিকেই হাতিয়ার করেছে তৃণমূল৷বাহিনীকে আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়৷ তাঁর অভিযোগ, এক্তিয়ারের বাইরে গিয়ে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তাদের এই ক্ষমতা নেই৷ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এবিষয়ে কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই বুথের ভোটগ্রহণ৷ পরে রাজ্যে পুলিশের তৎপরতায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়৷ কমিশন সূত্রে খবর, গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে৷ পাশাপাশি, জানান হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছে বাহিনী৷ 

কেবল দুবরাজপুরই নয়, তৃণমূল-বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের নলহাটি৷ বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার এবং মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পালটা অভিযোগ করেছে তৃণমূলও৷

ছবি: শান্তনু দাস

The post ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement