সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তৈরি করছেন তাঁর আগামী ছবি 'গৃহপ্রবেশ'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত , জিতু কামাল, রুদ্রনীল ঘোষ। এই ছবিতে প্লেব্যাক করছেন প্রয়াত শিল্পী উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান।
ছবিতে ইন্দ্রদীপের সুরে প্রথমবার গান গাইবেন আরমান। যদিও এটি তাঁর প্রথম প্লেব্যাক নয়। ইতিপূর্বে অরিন্দম শীলের 'মিতিন মাসি' সিরিজের আগামী ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে প্লেব্যাক করেছেন আরমান। সেই ছবিতে গান গেয়েই প্রথমবার প্লেব্যাকের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন রাশিদপুত্র আরমান। এবার আরও একবার তিনি প্লেব্যাক করছেন। জানা গিয়েছে 'গৃহপ্রবেশ' ছবিতে প্রসেনের লেখা একটি রাগাশ্রয়ী বাংলা গান ‘ঋতু আসে ঋতু যায়, অভিমান রয়ে যায়’ গাইবেন আরমান। সেই সঙ্গে ছবির জন্য বেশ কয়েকটি রাগাশ্রয়ী বন্দিশও রেকর্ড করবেন শিল্পী। শোনা যাচ্ছে, আজ শনিবার ইন্দ্রদীপের ছবির জন্য গান রেকর্ড করবেন আরমান।
প্রসঙ্গত আরমান ছেলেবেলা থেকেই বাবা প্রয়াত উস্তাদ রাশিদ খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। শিল্পী রাশিদ খান ইন্দ্রদীপের সুরে একাধিক গানও গেয়েছিলেন। এবার বাবার পথই অনুসরণ করতে শুরু করলেন আরমান। সুরকার-পরিচালকও আরমানকে নিয়ে আত্মপ্রত্যয়ী। তিনিও নাকি আরমানের কণ্ঠে প্রয়াত রাশিদের ছোঁয়া খুঁজে পেয়েছেন। আগামিদিনে প্রয়াত শিল্পীর শূন্যস্থান পূরণ করবেন তাঁরই পুত্র আরমান-আশা পরিচালক ইন্দ্রদীপের। উল্লেখ্য, এই ছবিতে আরমান ছাড়াও গান গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। ডিটক্স মিউজিক এন্ড ফিল্মস প্রযোজিত 'গৃহপ্রবেশ' ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে এই বছরের মাঝামাঝি।