shono
Advertisement

শাস্তি পায়নি এনআরএস কাণ্ডের দোষীরা, এবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা

ফের স্তব্ধ হবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা? আতঙ্কে রোগীর পরিজনরা৷ The post শাস্তি পায়নি এনআরএস কাণ্ডের দোষীরা, এবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:16 PM Jul 28, 2019Updated: 08:16 PM Jul 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও যথাযথ শাস্তি পায়নি দোষীরা৷ বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা৷ এমন একগুচ্ছ অভিযোগে ফের প্রতিবাদে নামতে চলেছেন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা৷ সূত্রের খবর, এই অভিযোগে আগামী মঙ্গলবার লালবাজারে অভিযান করতে চলেছেন তাঁরা৷ শহরের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ছাড়াও তাতে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের৷ বিক্ষোভে যুক্ত
হতে অনুরোধ করা হয়েছে সিনিয়র ডাক্তারদেরও৷

Advertisement

[ আরও পড়ুন: তিলোত্তমায় শ্লীলতাহানি, ১০০ ডায়াল করে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী ]

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, গত ১০ জুন রাতে এনআরএস হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনায় যারা অভিযুক্ত, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামিনে মুক্ত রয়েছে তারা৷ অভিযোগকারীদের প্রশ্ন, ‘‘কেন এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ?’’ জানা গিয়েছে, এই বিষয়ে অভিযোগ জানাতে এবং তদন্তের গতিপ্রকৃতি জানতে শনিবারই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও ডিজিপি-র সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা৷ সূত্রের খবর, বৈঠকে তাঁদের বলা হয় ‘আইনগত বিষয় মেটাতে সময় লাগবে’৷ জুনিয়র ডাক্তাররা জানিয়েছে, এই বৈঠক
থেকে কোনও আশানুরূপ ফল না পেয়ে, ফের আন্দোলনে নামার মনস্থির করেন তাঁরা। সেমতোই মঙ্গলবার লালবাজার অভিযান করতে চলেছেন তাঁরা৷

[ আরও পড়ুন: সচেতনতা সত্ত্বেও বাড়ছে দুর্ঘটনা, অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখালেন ডিসি ট্রাফিক ]

প্রসঙ্গত, গত ১০ জুন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। আক্রান্ত হন পরিবহ-সহ একাধিক জুনিয়র ডাক্তার। তারই জেরে শুরু হয় কর্মবিরতি। রাজ্যজুড়ে ডাক্তাররা কাজ বন্ধ করে দেওয়ার জেরে একেবারে থমকে গিয়েছিল স্বাস্থ্য পরিষেবা৷ দীর্ঘ টানাপোড়েনের পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেরিয়ে এসেছিল সমাধানসূত্র৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সমস্যার কথা মেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মমতা৷ জুনিয়র ডাক্তারদের
অভিযোগ, অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাসই সার৷ বাস্তবে তেমন কিছুই হল না৷ সেই কারণেই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তাঁরা৷

The post শাস্তি পায়নি এনআরএস কাণ্ডের দোষীরা, এবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার