সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস তৈরির থেকে একধাপ দূরেই থেমে গেলেন ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়া। দুরন্ত লড়াই করেও ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ইভেন্টের ফাইনালে হেরে গেলেন রাশিয়া অলিম্পিক কমিটির প্রতিযোগীর কাছে। ৪-৭ ব্যবধানে হার মানলেন রবি। ফলে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগিরকে। এবারের অলিম্পিক থেকে পঞ্চম পদকটি পেল ভারত।
এদিন শুরু থেকেই বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করছিলেন রবি কুমার দাহিয়া। কিন্তু একসময়ে রবিকে পরাস্ত করে পয়েন্টের বিচারে কিছুটা এগিয়ে যান জাভুর। পরবর্তীতে রবি ফিরে আসার লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ৭-৪ ফলেই ম্যাচ শেষ হয়ে যায়।
[আরও পড়ুন: Tokyo Olympics: Madhuri’র ‘আজা নাচলে’ গানের সঙ্গে সাঁতার কেটে তাক লাগালেন ইজরায়েলের দুই সাঁতারু]
এর আগে সেমিফাইনালে দুরন্ত লড়াই উপহার দিয়েছিলেন রবি কুমার। কাজাখস্তানের প্রতিযোগীর বিরুদ্ধেও একসময় অনেকটাই পিছিয়ে ছিলেন ভারতীয় কুস্তিগির। সেখান থেকেই দুরন্ত কামব্যাক করে ম্যাচটি Victory by Fall-এ জিতে নেন রবি। এদিনও গোটা ভারত রবির সেই কামব্যাকের আশাই করছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হল না। সুশীল কুমারের মতোই ফাইনালে উঠেও হেরে গেলেন রবি।
এদিকে, ব্রোঞ্জ মেডেল ম্যাচে সান মারিনোর প্রতিযোগীর কাছে শেষ মুহূ্র্তের ভুলে হেরে গেলেন ভারতের দীপক পুনিয়া। একসময় ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও অন্তিম মুহূর্তের ভুলে পয়েন্ট খুইয়ে ফেলেন তিনি। এমনকী চ্যালেঞ্জ করেও কোনও লাভ হয়নি।
এবার অলিম্পিকে ভারতকে প্রথম পদকটি এনে দেন মীরাবাই চানু। ভারত্তোলনে রুপো জেতেন মণিপুরের কন্যা। এরপর ব্যাডমিন্টনে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দেন শাটলার পিভি সিন্ধু। একইভাবে অসমের বক্সার লভলিনা বরগোঁহাই নিজের ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। বৃহস্পতিবার সকালে আবার ভারতীয় হকি দল জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকে পদক জয় করে। ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসের পাতায় নাম তোলেন শ্রীজেশরা। আর এবার সেই তালিকায় নাম তুললেন রবি কুমার দাহিয়া। তবে সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এদিকে, রবি কুমারকে তাঁর এই সাফল্যের জন্য ৪ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে হরিয়ানা সরকার।