shono
Advertisement

ফের বাবা হলেন জিৎ, সুপারস্টারের ঘরে ছেলে এল না মেয়ে?

পুজোর আগে অনুরাগীদের সুখবর দিলেন জিৎ।
Posted: 02:59 PM Oct 16, 2023Updated: 02:59 PM Oct 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় স্ত্রী মোহনার সঙ্গে ছবি পোস্ট করে জিৎ জানিয়ে ছিলেন দ্বিতীয়বার বাবা হওয়ার কথা। আর এবার ১৬ অক্টোবর টলিউডের সুপারস্টার জিৎ জানালেন, মোহনা ও তাঁর কোলে ফুটফুটে পুত্রসন্তান এসেছে। সোশাল মিডিয়ায় জিৎ লিখলেন, ”আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি। আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন।”

Advertisement

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান টলিউডের এই সুপারস্টার। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম নবন্যা রাখেন জিৎ।

 

[আরও পড়ুন: দেশ না পরিবার? কাকে বাঁচাবেন সলমন? অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’ ট্রেলার]

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। কিছুদিন আগেই নিজের নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন। শোনা গিয়েছে, ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’।

 

[আরও পড়ুন: মনোযোগী শাহরুখ-দীপিকা, আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে কাদা রণবীর-আলিয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement