shono
Advertisement

Breaking News

প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়

ক্যানসার কেড়ে নিল অভিনেতার জীবন।
Posted: 09:07 AM Dec 23, 2023Updated: 09:31 AM Dec 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত টলিউড অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়। শুক্রবার মারণ রোগ ক্যানসারের কাছে হার মানলেন ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা।

Advertisement

বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা কিংশুক। চলছিল চিকিৎসাও। তবে অবশেষে লড়াই থামল। মারণ রোগ ক্যানসারই কেড়ে নিল অভিনেতার জীবন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের গোবিন্দ সাত্রা চরিত্রে নজর কেড়েছিলেন কিংশুক। শুধু তাই নয়, অভিনেতার ঝুলিতে রয়েছে অজস্র মেগা ধারাবাহিক, টেলিফিল্ম। ‘আমার দুর্গা’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরানী’, ‘রাম প্রসাদ’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।

তবে শুধুই অভিনয় নয়। পরিচালনাতেও হাত পাকিয়ে ছিলেন কিংশুক। ২০২২ সালে ‘দ্য হিউম্যানিটি’ নাম স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি পরিচালনা করেছিলেন কিংশুক।

[আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’দের ভিড়ে এই সিনেমা-সিরিজ মিস করবেন না]

অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া টলিপাড়ায়। কিংশুককে হারিয়ে সোশাল মিডিয়ায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লিখলেন, ”আরেকজন চলে গেল যে আমার ডাকনাম জানত ,আমার স্কুল সিনিয়র ,সুহৃদ,সহযাত্রী কিংশুক চলে গেছে.ভালো থেক বলব না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান,এটা কি করলেও বলবো না,কারণ ঐরকম ন্যাকামি করলে ঈশ্বরকে/বিজ্ঞানকে ছোট করা হয়..শুধু বলব জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে,আয়ু তার যাই হোক।” 

[আরও পড়ুন: দীপিকার বুকে মুখ রেখে ‘ইশক’ হৃতিকের, ‘ফাইটার’-এর গানে জ্বলে উঠল কামনার আগুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement