-
- ফটো গ্যালারি
- Tollywood actress payel sarkar at kulpi trailer launch
বামনের প্রেমে পায়েল সরকার! 'কুলপি'র ট্রেলার লঞ্চে নজর কাড়লেন অভিনেত্রী
‘কুলপি’ ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে পায়েলকে।
Tap to expand
ইদানিং বাংলা সিনেমায় উঠে আসছে নতুন নতুন বিষয়। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতেও পিছপা হচ্ছেন না অভিনেতা, অভিনেত্রীরা। ঠিক যেমন টলিউডের মিষ্টি নায়িকা পায়েল সরকার। তাঁকে শীঘ্রই দেখা যাবে একেবারে অন্যরকম এক প্রেমের গল্পে। ছবির নাম 'কুলপি'। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Tap to expand
রাজনীতির আঙিনায় এখন আর তেমন দেখা যায় না পায়েলকে। সিনেমার কাজেই মন দিয়েছেন অভিনেত্রী। ‘কুলপি’তে অন্যরকম চরিত্রেই দেখা যাবে পায়েলকে। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Tap to expand
সম্প্রতি শহরে হয়ে এই ছবিরই ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত ছিল এই ছবির কলাকুশলীরা। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Tap to expand
ছবির বিষয়বস্তু সিরিয়াস হলেও তা কমেডির মোড়কে ছবিতে তুলে ধরা হয়েছে। নায়ক কুলদীপ রায় চৌধুরী ওরফে কুলপির চরিত্রে অভিনয় করেছেন নবাগত প্রত্যয় ঘোষ। পায়েলের চরিত্রের নাম কঙ্কনা। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Tap to expand
পায়েল-প্রত্যয় ছাড়াও এ ছবিতে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসুর মতো পোড় খাওয়া অভিনেতাকে। কুলপির বাবার ভূমিকায় রয়েছেন রজতাভ। বাবা ও ছেলের সম্পর্কের সমীকরণও এ ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক বর্শালি চট্টোপাধ্যায়। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Tap to expand
বামন। শব্দটি শুনলেই বেশিরভাগ মানুষের মনে কিছু ধারণা তৈরি হয়। এমন মানুষেরা যেন ছোটখাটো কাজ করার জন্য জন্মান। অথবা সার্কাসের জোকার হওয়ার যোগ্য হন। তা তো নাও হতে পারে! সমাজের অন্যদের মতো তাঁদেরও বাঁচার অধিকার আছে। ভালবাসার অধিকার আছে। ‘কুলপি’র মাধ্যমে এই বার্তাই তুলে ধরতে চলেছেন পরিচালক ও প্রযোজকরা। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়
Published By: Akash MisraPosted: 08:54 PM Mar 25, 2022Updated: 08:55 PM Mar 25, 2022
‘কুলপি’ ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে পায়েলকে।