সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা তাঁকে ঠোঁটকাটা নায়িকা বলেই আখ্য়া দেন। এমনকী, ফেসবুকে, ইনস্টাগ্রামে তাঁকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায়। তবে এসবকে কখনই পাত্তা দেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। উলটে গর্জে ওঠেন। সাদাকে সাদা, কালোকে কালো বলতেই বেশি পছন্দ করেন। আর তাই এবার মমতা শংকরের শাড়ি বিতর্ক পেরিয়ে 'লাইন' শব্দের ব্যবহার নিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করলেন স্বস্তিকা। স্পষ্ট লিখলেন, “শুধু বুকের খাঁজ বা শাড়ির আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হয়ে গেলে খুব অসুবিধে হবে।”
স্বস্তিকা তাঁর লম্বা পোস্টে লিখলেন, ''নমস্কার। লাইন, শব্দটার কি কোনো কপিরাইট হয়ে গেছে ?
মুখ দিয়ে বেরোলেই লোকে বিচারপ্রবন হয়ে ধেয়ে আসছে। ধরুন বললাম - তারা গুলো বেশ লাইন দিয়ে তাকিয়ে আছে বা তাল গাছের লাইন, তাতেও আমার গুষ্টির পিণ্ডি এক করে রেখে দিচ্ছে।
একা অবিশ্যি আমার নয় শুনলাম অনেকের সঙ্গেই হচ্ছে। আমি তো ফিল্ম লাইন এর। আর ফিল্ম লাইন এ সবাই `নামে’।কাউকে কোনদিন বলতে শুনেছেন যে ওমুক বা তমুক ফিল্ম লাইন এ উঠেছে ? আমার তো দু দশক হয়ে গেল এই লাইন এ। আর উঠতেও চাইনা। নেমেই ঠিক আছি।''
[আরও পড়ুন: দেবকে দেখতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, মোক্ষম জবাব তৃণমূল প্রার্থীর ]
স্বস্তিকা আরও লিখলেন, ''কিন্তু লাইন শব্দটার কেবল একটাই অর্থ হতে পারে বা একটাই প্রসঙ্গে ব্যবহার করা যাবে - শুধু বুকের খাঁজ বা শাড়ীর আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হযে গেলে খুব অসুবিধে হবে। তেড়ে আসার আগে একটু পুরোটা পড়ে নেবেন এই আর কি। ''
কয়েকদিন আগে শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন মমতাশংকর। এমনকী, নতুন প্রজন্মের নারীদের শাড়ি পরার কায়দার সঙ্গে ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মহিলা বলে কটাক্ষ করেছিলেন তিনি। মমতাশংকরের সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন স্বস্তিকা। আর এবার সেই প্রসঙ্গ পেরিয়ে লাইন শব্দ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউড অভিনেত্রী।
[আরও পড়ুন: ভোট চাই ‘রামচন্দ্র’র, করজোড়ে জনতার দরবারে ‘সীতা-লক্ষ্মণ’ ]