সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু হয়ে যাবে Unlock 4.0। নতুন নির্দেশিকা মেনে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে কলকাতা, দিল্লির মেট্রো পরিষেবা। কিন্তু করোনা (CoronaVirus) পরিস্থিতির এই নতুন পর্যায়েও সিনেমা হলগুলির ভাগ্য এখনও ফেরেনি। সুরক্ষার প্রস্তাবনা খতিয়ে দেখেও সিনেমা হল-মাল্টিপ্লেক্স খোলার অনুমতি এখনও দেয়নি কেন্দ্র সরকার। রবিবারই কেন্দ্রের কাছে সিনেমা হলগুলি খোলার অনুরোধ জানিয়েছিলেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। তাঁর সুরে সুর মেলালেন টলিউডের অন্যান্য তারকারাও। শুধু টলিউডই নয়, বলিউডের তারকারাও চলচ্চিত্র বাঁচানোর এই উদ্যোগের অংশীদার হয়েছেন। অংশীদার হয়েছেন দক্ষিণী তারকারাও।
[আরও পড়ুন: সুশান্ত ইস্যুতে রিয়া-সৌভিকের জবাবে সন্তুষ্ট নয়, পলিগ্রাফ পরীক্ষার পথে হাঁটতে পারে সিবিআই!]
সিনেমা হল খোলা প্রসঙ্গে টুইট করেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও (Multiplex Association Of India)। যাতে লেখা হয়েছে, “বিশ্বের বেশিরভাগ দেশই সিনেমা হল খোলার বিষয়ে অনুমতি দিয়ে দিয়েছে। ভারত সরকারের কাছে অনুরোধ করছি আমাদেরও হল খোলার অনুমতি দেওয়া হোক। মাল্টিপ্লেক্স তথা সিনেমা হলের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সম্পূর্ণভাবে দায়বদ্ধ।’ এর পরিপ্রেক্ষিতেই রবিবার কেন্দ্র সরকার এবং প্রকাশ জাভড়েকরের কাছে সিনেমা হল খোলার আরজি জানান দেব। #SupportMovieTheaters #SaveCinemas লেখা ছবি শেয়ার করে। সেই ছবি শেয়ার করেই সিনেমা হল খোলার আবেদন জানিয়েছেন অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের মতো তারকারা। প্রত্যেকে একই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
শুধু টলিউড নয় বলিউড ও দক্ষিণী তারকারাও একই হ্যাশট্যাগ দিয়ে চলচ্চিত্রকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন টুইটারে। সিনেমা হল খোলার আবেদন জানিয়েছেন বনি কাপুর, অনুভব সিনহা, তেলুগু তারকা বিষ্ণু মাঞ্চু।
[আরও পড়ুন:নতুন ছবির ঘোষণা করে দিলেন শাহরুখ? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল]
The post পথ দেখালেন দেব, তাঁর সুরেই সিনেমা হল খোলার আরজি টলি ও বলি তারকাদের appeared first on Sangbad Pratidin.