shono
Advertisement

‘বুক চিরে লেখা আছে মমতা ব্যানার্জি’, নারীদিবসের মঞ্চে নজর কাড়ল জুনের স্লোগান

ভোটের স্লোগান শোনা গেল সায়নী-লাভলির মুখেও।
Posted: 06:19 PM Mar 08, 2021Updated: 06:55 PM Mar 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাংলার ঘরে ঘরে একটাই এনার্জি, বুক চিরে লেখা আছে মমতা ব্যানার্জি।” তৃণমূলের (TMC) নারীদিবসের মঞ্চে এভাবেই নজর কাড়ল মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার (June Malia) স্লোগান। কন্ঠ ছেড়ে বক্তব্য রাখলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অন্যান্য তারকা সদস্যরাও। স্লোগান দিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবং লাভলি মৈত্রও।

Advertisement

সোমবার আন্তর্জাতিক নারীদিবসে (International Women’s Day) কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার পর সভা করে নারীদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আগে তারকাদের বক্তব্য রাখতে বলা হয়। প্রথমে সায়নী বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী গোটা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সারা ভারতে নারীসুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে। বাংলা নিজের মেয়েকেই চায়।”

[আরও পড়ুন: বিজেপিতে দেব যোগ? মুখ খুললেন অভিনেতা-সাংসদ ]

সায়নীর পরই মাইক হাতে নেন পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। তিনিও জানান, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। গত চার বছর ধরে মহিলা ও শিশুদের জন্য কাজ করছেন সুদেষ্ণা রায়। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে দাবি করেন, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার নারী সুরক্ষার পরিস্থিতি অনেক ভাল। ‘দিদি’কে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ লাভলি মৈত্র। তাঁর মুখে শোনা যায়, “যত নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি” স্লোগান। কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী আবার বলেন, “বাংলার জনতার একটাই রায়, বাংলা নিজের মেয়েকেই চায়।” এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন বাকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।ছিলেন দুই টেলিভিশনের নায়িকা রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য। এদিনের মঞ্চে নারী সুরক্ষার উপরই জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”মেয়েরাই দেশ গড়ছে, বিশ্ব গড়ছে। বাংলায় নারীদের অসম্মান মানব না। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য।”

[আরও পড়ুন: প্রচারের সুরেই কাটল তাল! অন্য শর্ট ফিল্মের দৃশ্য ব্যবহার, বিতর্কে BJP’র ‘দিন বদলের গান’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement