সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া পারিশ্রমিক, কলাকুশলীদের অতিরিক্ত সময় কাজ করানো কিংবা ফেডারেশনের নিয়মের বেড়াজালে বাইরের কাজ আটকে যাওয়ার মতো একাধিক সমস্যা মাথা চাড়া দিয়েছে টালিগঞ্জের সিনেপাড়ায়। সম্প্রতি 'বরখাস্ত' হওয়া কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সিনেপাড়া আরও উত্তপ্ত এখন। টলিউডে সুস্থ কাজের পরিবেশ গড়তে বুধবার বিকেলে ইম্পা-ফেডারেশন বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে কার্যত দ্বিধাবিভক্ত টলিউড। পরিস্থিতি এমন, একদিকে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, অন্যদিকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। অভিযোগ, কর্মক্ষেত্রে হয়রানির জন্যই কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টা। টালিগঞ্জ স্টুডিওপাড়ার 'থ্রেট কালচার' নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ডিরেক্টর্স গিল্ড। সেই অভিযোগ নস্যাৎ করে কলাকুশলীদের হয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের পালটা প্রশ্ন, 'একটানা ২৭-২৯ ঘণ্টা কাজ কি অমানবিক নয়?' বুধবার সকালে ফেডারেশনের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছে হেয়ার স্টাইলিস্ট গিল্ডও। এদিন বিকেলে ইম্পা-ফেডারেশন বৈঠকে কোন তিনটি বিষয় গুরুত্ব পেল?
যে ছবিগুলির বাজেট ৩০ লক্ষ টাকার মধ্যে, সেগুলোর ক্ষেত্রে কলাকুশলীর সংখ্যা এবং শুটিং সামগ্রী ব্যবহারের বিষয়ে কিছুটা ছাড় দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ডিরেক্টর্স গিল্ডের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শুটিংয়ের ক্ষেত্রে না লাগলেও অতিরিক্ত কলাকুশলী নিতে হত ফেডারেশনের নিয়মানুযায়ী। ফলত, প্রযোজকদের অতিরিক্ত টাকা সেই খাতে খরচ হয়। এবার এই নিয়ম চালু হলে যে পরিচালক কিংবা প্রযোজকদের এই অতিরিক্ত কলাকুশলী নেওয়ার বিষয়ে খরচা কমবে, তা বলাই বাহুল্য। এদিনের বৈঠকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট- দৈনিক কত ঘণ্টা শুটিং হবে, সেই সময়সীমা বেঁধে দেওয়া হবে। উল্লেখ্য, কুলাকুশলীরা নানা সময়ে ফেডারেশনের কাছে অভিোগ জানিয়েছিলেন যে, তাঁদের কখনও একনাগাড়ে ২৬ ঘণ্টা আবার কখনও ২৭ ঘণ্টা কাজ করানো হয়। অতঃপর শুটিংয়ের সময়সীমা বেঁধে দিলে কলাকুশলীদের কাজের সময়ও যে কমবে, তা বলাই যায়। তৃতীয়ত, শুটিং শুরুর আগে প্রযোজককে ইম্পার কাছে ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। এক্ষেত্রে কাজ হওয়ার পর বকেয়া পারিশ্রমিকের সমস্যার যে সমাধান হবে, আশা করা যায়।