shono
Advertisement
Tollywood

অস্থির সময়ে পরিচালক দ্বন্দ্ব! দেবালয়ের বিরুদ্ধে পোস্ট করেও মুছে দিলেন রানা সরকার

বিস্ফোরক মন্তব্যের পর ফেসবুক পোস্ট ডিলিট করে দেন রানা সরকার।
Published By: Sandipta BhanjaPosted: 09:38 PM Aug 21, 2024Updated: 02:37 PM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে অণির্বাণ ভট্টাচার্যের নীরব থাকা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টে বিঁধে প্রযোজক রানা সরকার লিখেছিলেন, "খোকা নিখোঁজ।" সেই প্রেক্ষিতে অভিনেতার হয়ে মাঠে নেমে প্রতিবাদ করেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। দীর্ঘ পোস্টে যদিও তিনি কোথাও রানা সরকারের নামোল্লেখ করেননি, তবে এবার প্রযোজক, 'ইন্দুবালা ভাতের হোটেল' পরিচালকের নাম নিয়ে ফের বিস্ফোরক এক পোস্ট করলেন। যে পোস্ট নিয়ে আবারও সোশাল মিডিয়ায় শোরগোল। বিস্ফোরক মন্তব্যের পর ফেসবুক পোস্ট ডিলিট করে দেন রানা সরকার।

Advertisement

দেবালয়ের নাম নিয়েই রানা সরকারের অভিযোগ, "ফিল্ম ইন্ডাস্ট্রির মহিলাদের যেভাবে হেনস্থার স্বীকার হতে হয়, তার বিরুদ্ধেও প্রতিবাদ করা উচিত, জাস্টিস পাওয়া উচিত। ওর বিরুদ্ধে আইনি অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করছি।" কিন্তু পরিচালক দেবালয় কী লিখেছিলেন তাঁর পোস্টে, যার পর এমন বিস্ফোরক পোস্ট প্রযোজকের?

মঙ্গলবার দেবালয় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, "অনির্বাণ ভট্টাচার্য কেনো নীরব। তাই নিয়ে দেখছি নানা ক্ষোভ। তিনি একজন শিল্পী। তার কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখা। তার কাজ তার কাজে, নাটক সিনেমাতে তার বক্তব্য রাখা। সেটা না করতে পারলে তাকে দুষতে পারেন। সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয় না। আমরা শিল্পী। আমরা আমাদের কাজ কম বেশি করার চেষ্টা করি। হয়তো পারিনা। ইতিহাস তার বিধান দেবে। মানুষ প্রতিবাদ করুক। সেলিব্রেটিরা ফানুস। আসিবে যাইবে ফুটেজ পাইবে। নেতা কই? কেনো সেলেবদের কথা বলতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ একটি পলিটিক্যাল লড়াই। সেলেবরা বলছে কারণ সুশীল সমাজে কোনো নেতা নেই। বিপক্ষ নেই।" এই বিষয়ে সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে দেবালয় ভট্টাচার্য জানালেন, "আমরা ফোনে কথা বলেছি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটে গিয়েছে।" এরপর বুধবার রাতেই সেই পোস্ট তুলে নেন রানা সরকার। 

[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে (RG Kar Case) তারকাদের প্রতিবাদ নিয়ে নেটপাড়ার একাংশ নিত্যদিন কটাক্ষ করে যাচ্ছে, তখন নিন্দুক-সমালোচকদের কাঁচকলা দেখিয়ে রবিবার সিনেমাপাড়া আবারও কলকাতার রাজপথে নেমে বিচার চেয়েছিল। টলিউডের প্রবীণ-নবীন প্রজন্ম একসঙ্গে পথে নেমে সোচ্চার হয়েছিল। বিস্ফোরক মন্তব্যের পর ফেসবুক পোস্ট ডিলিট করে দেন রানা সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডে অণির্বাণ ভট্টাচার্যের নীরব থাকা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টে বিঁধে প্রযোজক রানা সরকার লিখেছিলেন, "খোকা নিখোঁজ।"
  • সেই প্রেক্ষিতে অভিনেতার হয়ে মাঠে নেমে প্রতিবাদ করেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।
Advertisement