সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত শহরের রোজনামচায় হাঁপিয়ে উঠেছেন? একটু শান্তির আশ্রয় চাই? তাহলে উত্তরমুখী হোন। সেখানেই পাহাড়ের কোলে আপনার অপেক্ষায় রয়েছে ছোট্ট সুন্দর তুরুক। নির্জনতাই যার তুরুপের তাস।
Advertisement
কী দেখবেন –
- পাহাড়ের কোলে শান্তির এই ঐতিহ্যবাহী ঠিকানা ৯ একর এলাকাজুড়ে অবস্থিত। প্রাইভেট এই এস্টেট প্রায় পুরোটাই সবুজে মোড়া।
- ফ্লোরা আর ফনার রাজত্বে আপনার মন কেড়ে নেবে এস্টেটের মানুষদের সরল ব্যবহার।
- এখানকার আরও একটি বড় আকর্ষণ ৪০০০ হাজার ফুট উঁচু তরাই ভিড়ের খাড়া পর্বতগাত্র। যেখান থেকে রঙ্গিত ও তিস্তার প্যানারোমিক ভিউ পাওয়া যায়।
- পাহাড়ের কোলে ছোট্ট এই ছিমছাম এস্টেটের সূর্যাস্ত দেয় অনাবিল আনন্দ।
কীভাবে যাবেন –
বছরের যেকোনও সময় শান্তির খোঁজে ঢুঁ মারতে পারেন তুরুকে। শিলিগুড়ি থেকে গাড়িতে করে মাল্লি বাজার হয়ে ঘণ্টা খানেকেই পৌঁছান যায় পাহাড়ের এই ছোট্ট এস্টেটে।
কোথায় থাকবেন –
মাত্র ৯ একরের প্রাইভেট এস্টেট তুরুক। এখানে থাকার একমাত্র উপায় হোম স্টে। স্থানীয়রা খুব সহজেই আপন করে নেন পর্যটকদের।
The post নির্জনতাই তুরুকের তুরুপের তাস appeared first on Sangbad Pratidin.