shono
Advertisement

একা থাকার সুযোগ কাজে লাগান, ব্যাগ পিঠে বেরিয়ে পড়ুন

চালচুলো না থাকলে যা অনায়াসেই যেতে পারেন দেশের এই পাঁচ জায়গায়৷ The post একা থাকার সুযোগ কাজে লাগান, ব্যাগ পিঠে বেরিয়ে পড়ুন appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 AM Nov 03, 2016Updated: 08:28 PM Nov 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কথায় আছে না, শাদি কা লাড্ডু যে খায় সে পস্তায়, যে খায় না সেও৷ আর তাই আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আফশোসের একেবারই কিছু নেই৷ বরং সেলিব্রেশনের জন্য আছে অনেক কিছু৷ সেলিব্রেশন ব্যাচেলর ট্রিপের৷ চালচুলো না থাকলে যা অনায়াসেই সারতে পারবেন দেশের এই পাঁচ জায়গায়৷

Advertisement

গোয়া – পাহাড়-সমুদ্রের এমন সহাবস্থান ভারতের অন্যান্য জায়গাতেও রয়েছে৷ তবে গোয়ার বৈশিষ্ট্য এখানকার প্রাণখোলা জীবন৷ মুক্তির এই আস্বাদ একাকিত্বকে আরও উপভোগ্য করে তোলে৷ বাজেটের মধ্যে হোটেল, বাইক রাইড সবই পেয়ে যাবেন৷

লেহ – ট্রেকিং, রক ক্লাইম্বিং, রিভার রাফ্টিং– অ্যাডভেঞ্চারের নেশা যাদের আছে তাঁদের কাছে আদর্শ স্থান লেহ৷ নীল আকাশের নিচে বাদামী পাহাড়ের মেলায় আপনাকে স্বাগত জানাবে স্বচ্ছ স্ফটিকের মতো হ্রদের জল৷

গ্যাংটক – একা মনের জন্য আদর্শ স্থান ছিমছাম এই পাহাড়ি শহর৷ ভারত ও চিনের মাঝে যেখানে যোগসূত্র তৈরি করেছে নাথু লা৷ দুই দেশের সংস্কৃতিই এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়৷ কাছেই রয়েছে ছাঙ্গু লেক৷ শীতকালে ছাঙ্গুর জমা জলে স্কেটিং করতে পারেন পর্যটকরা৷

মানালি – বরফের এই দেশে বাঙালির আসা-যাওয়া লেগেই থাকে৷ কেউ যান পরিবার নিয়ে, কেউ যান নববধূর সঙ্গে৷ তবে আপেলের এই রাজত্বে একা ঘোরাও বেশ রোমাঞ্চকর৷ রক ক্লাইম্বিং থেকে প্যারাগ্লাইডিং– পর্যটকদের জন্য সব সুবিধাই রয়েছে এখানেও৷

মাথেরান – মহারাষ্ট্রের মানুষদের কাছে সপ্তাহান্তের বিশ্রামের আদর্শ ঠিকানা কুয়াশাঘেরা এই ছোট্ট গ্রাম৷ চারপাশের সবুজের রাজত্ব৷ আলস্যই এখানকার আকর্ষণ৷ একলা মন যেখানে জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় হারিয়ে যেতে চায়৷

The post একা থাকার সুযোগ কাজে লাগান, ব্যাগ পিঠে বেরিয়ে পড়ুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement