shono
Advertisement

Breaking News

এই পাঁচ স্থানের টানেই ভারতে বারবার ছুটে আসেন বিদেশিরা

কেউ আসেন শান্তির খোঁজে, কেউ আসেন চিন্তামুক্ত হতে, কেউবা প্রকৃতির অপার ঐশ্বর্যের খাতিরে৷ The post এই পাঁচ স্থানের টানেই ভারতে বারবার ছুটে আসেন বিদেশিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 AM Nov 28, 2016Updated: 08:01 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষ৷ বিবিধের মাঝে এক মহান মিলন৷ এই মিলনের সাক্ষী হতেই দেশবিদেশ থেকে ছুটে আসেন পর্যটকের দল৷ কেউ আসেন শান্তির খোঁজে, কেউ আসেন চিন্তামুক্ত হতে, কেউবা প্রকৃতির অপার ঐশ্বর্যের টানে৷ সমস্ত অতিথিকেই দেবতুল্য করে বরণ করে নেয় এই দেশ, বিশেষ করে দেশের এই পাঁচ স্থান৷

Advertisement

কেরল – ঈশ্বরের এই আপন দেশই বিদেশি পর্যটকদের সবচেয়ে পছন্দের বেড়ানোর স্থান৷ নীলগিরির সবুজের রাজত্ব, হাউসবোটের বিলাসিতা আর ভেষজ উপকরণের ব্যবহারে অঙ্গমর্দন – এরই টানে এখানে একাধিকবার ছুটে আসেন বিদেশিরা৷

 

কাসোল – হিমাচলের দুর্গম পার্বত্যাঞ্চলে নিজের ছন্দেই থাকে ছোট্ট এই গ্রাম৷ অনেকেই একে ভারতের ‘মিনি ইজরায়েল’ বলে থাকেন৷ বিদেশি পর্যটকদের এখানে সাড়ম্বরে স্বাগত জানানো হয়৷ জ্যোৎস্না রাতে এর অবর্ননীয় সৌন্দর্যের সাক্ষী হতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ৷

 

গোয়া- ফুড, ফান আর মস্তি – এই হল গোয়ার সংজ্ঞা৷ সস্তায় বিচ হলিডে পালনের জন্য বিদেশি পর্যটকদের কাছে এর চেয়ে ভাল স্থান আর ভূ-ভারতে নেই৷ ভারতে এসে গোয়া দর্শন প্রায় প্রত্যেক বিদেশি পর্যটকদের কাছে অনিবার্য৷

 

হাম্পি – ইতিহাস এখানে শোনায় তাঁর জানা-অজানা কাহিনি৷ ভারতের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণের তালিকায় ক্রমশ উপরের সারিতে উঠে আসছে৷ তুঙ্গভদ্রার তীরে এর টানেই ভিড় জমাচ্ছেন সকলে৷

 

তাজমহল – ভারত মানেই তাজমহল, আর তাজমহল মানেই ভারত৷ মুঘল স্থাপত্যের এই আশ্চর্য কীর্তি না দেখতে পাওয়ার অাফশোস স্বয়ং বারাক ওবামারও রয়েছে৷ পৃথিবীর নানা প্রান্ত থেকে সাধারণ-অসাধারণ পর্যটকরা আসেন এই শিল্পকীর্তিকে চাক্ষুষ দেখতে৷

The post এই পাঁচ স্থানের টানেই ভারতে বারবার ছুটে আসেন বিদেশিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement