shono
Advertisement

হোলির দিনই বিপর্যয়, পাঁচতলা থেকে পড়ে মৃত বলিউড পরিচালকের ১৭ বছরের ছেলে

সঞ্জয় দত্ত অভিনীত 'তোরবাজ' ছবির পরিচালক ইনি।
Posted: 09:46 PM Mar 18, 2022Updated: 09:46 PM Mar 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির দিনই শোকের ছায়া বলিউড পরিচালকের ঘরে। শোনা যাচ্ছে, পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ‘তোরবাজ’ সিনেমার পরিচালক গিরিশ মালিকের ১৭ বছরের ছেলের। মৃতের নাম মান্নান। 

Advertisement

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা এবং পরিচালনার জগতে প্রবেশ করেছেন। তাঁর পরিচালিত ‘তোরবাজ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, সকালেই বাড়ি থেকে হোলি (Holi 2022) খেলতে বেরিয়েছিল গিরিশের ছেলে মান্নান। সময়মতোই বাড়ি ফিরে আসে সে। তারপর পাঁচতলার ছাদ থেকে তাঁর পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

[আরও পড়ুন: আবাসনে রুশ রকেটের হামলা! প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা

শোনা গিয়েছে, দুর্ঘটনার পরই ১৭ বছরের কিশোরকে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নাকি ‘তোরবাজ’ সিনেমার অন্যতম প্রযোজক পুনীত সিং জানান, আচমকাই এই ঘটনা ঘটে। গোটা পরিবার শোকবিহ্বল। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা আন্দাজ করতে পারছেন না পরিচালক। 

উল্লেখ্য, বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরু করোনার। চিনে পরিস্থিতি ২০২০ সালের ভয়াবহ সময়ের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য প্রান্তেও। গত এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। গতকালই এসব নিয়ে সতর্ক করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি হিমশৈলের চূড়ামাত্র। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে। তবে ভারতে করোনা গ্রাফ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে অনেকেই এবার রঙের উৎসবে মেতেছেন। গিরিশ মালিকের পরিবারই বসন্ত উৎসবের আনন্দে গা ভাসিয়েছিলেন। কিন্তু, ১৭ বছরের কিশোরের মৃত্যুতে আচমকা সমস্ত কিছু যেন ছারখার হয়ে গেল।

[আরও পড়ুন: প্রাণহানির আশঙ্কা! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ‘দ্য কাশ্মীর ফাইলসে’র পরিচালক বিবেক অগ্নিহোত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement