shono
Advertisement

Breaking News

Tota Roy Chowdhury

পরিবারে অঘটন! পোশাক তৈরি করেও আম্বানিদের রিসেপশনে যাচ্ছেন না টোটা

অনন্ত-রাধিকার রিসেপশনে যাওয়া কেন অধরাই রয়ে গেল টোটা রায়চৌধুরীর?
Published By: Sandipta BhanjaPosted: 06:52 PM Jul 14, 2024Updated: 06:52 PM Jul 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মঙ্গল উৎসবের' মজলিশে আম্বানিদের রেড কার্পেটে রবিবাসরীয় সন্ধেয় অনেক টলিউড তারকাদেরই দেখা যাবে। এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে উড়ে গিয়েছেন যশ-নুসরত। শোনা যাচ্ছে, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। তবে আমন্ত্রণ পেয়েও আম্বানিদের রিসেপশনে যোগ দিতে পারছেন না টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)।

Advertisement

অনন্ত-রাধিকার 'মঙ্গল উৎসবে' যোগ দেওয়ার জন্য পছন্দের ফ্যাশন ডিজাইনারকে দিয়ে কালো জামদানির পোশাকও তৈরি করে ফেলেছিলেন। এই রং তাঁর বেশ প্রিয়। কিন্তু পুরো প্রস্তুতি সত্ত্বেও আম্বানিদের রিসেপশনের আসরে রবিবার যেতে পারবেন না টোটা। কেন? শোনা যাচ্ছে, অভিনেতার পরিবারের খুব কাছের সদস্য নাকি অসুস্থ। তাই তাঁকে ফেলে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয় তাঁর। একটা সিনেমার ওয়ার্কশপের কাজে বেশ কিছুদিন মুম্বইয়ে কাটিয়েছেন টোটা। তারপরই জন্মদিন উপলক্ষে কলকাতায় ফিরে এসেছেন। ভেবেছিলেন, মায়ানগরীতে ফিরে গিয়ে আম্বানিদের অনুষ্ঠানে যাবেন। হয়তো অনুরাগীরাও 'রকি অউর রানি' টিমের পুনর্মিলন চাক্ষুষ করতে পারতেন, কিন্তু সেটা আর হল কোথায়!

[আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে ‘আরও কাছাকাছি’ প্রাক্তন সলমন-ঐশ্বর্য! ভাইরাল ছবির নেপথ্যে গল্প কী?]

টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। দুই সিনেইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করে চলেছেন। কখনও সৃজিত মুখোপাধ্যায়ের ফেলু মিত্তিরের চরিত্রে ধরা দিচ্ছেন তো কখনও বলিপাড়ার ডাকসাইটে প্রযোজক-পরিচালক করণ জোহরের ‘রকি অউর রানি…’তে কত্থকশিল্পী হিসেবে নজর কেড়েছেন। তারকাখচিত আম্বানিদের রিসেপশনেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু যেতে পারলেন না।

[আরও পড়ুন: বলিউড গ্ল্যামারের হাতছানি! বিনা নিমন্ত্রণে আম্বানিদের বিয়েতে খেতে গিয়ে পুলিশের হাতে আটক ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমন্ত্রণ পেয়েও আম্বানিদের রিসেপশনে যোগ দিতে পারছেন না টোটা রায়চৌধুরী।
  • অনন্ত-রাধিকার 'মঙ্গল উৎসবে' যোগ দেওয়ার জন্য পছন্দের ফ্যাশন ডিজাইনারকে দিয়ে কালো জামদানির পোশাকও তৈরি করে ফেলেছিলেন।
Advertisement